জুমবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন ঘটনায় ছাত্রদলকে জড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে অব্যাহত ‘অপপ্রচারে’র বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল।
শনিবার (৪ জানুয়ারি) রাত সোয়া ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ সমাবেশে ঢাবি ছাত্রদলের সহ সভাপতি খন্দকার আনিসুর রহমান অনিক বলেন, ৫ আগস্টের পর একটা গোষ্ঠী ছাত্রদলের সকল ভালো কাজের পেছনে ন্যারেটিভ তৈরি করে এসেছে, ছাত্রদলের বদনাম করে এসেছে। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনারা অপপ্রচার করতে পারবেন কিন্তু ছাত্রদলের জনপ্রিয়তা কমাতে পারবেন না।
তিনি বলেন, আজকে গণঅধিকার পরিষদের নেতা ফারুকের উপর হামলার ঘটনায় ছাত্রদলকে দোষ দেওয়া হয়েছে৷সরকার যদি তাদের বিচার না করে তাহলে ধরে নেবো ইউনুস সরকারের নির্দেশেই এই হামলা হয়েছে।
ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, আমাদের ভালো কাজগুলোকে সহ্য করতে না পেরে নামে-বেনামে অনেক গুজব বাহিনী, বট বাহিনী আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা কখনো সফল হতে পারেনি। আমাদের বিরুদ্ধে বলা হয়েছিলো আমরা নাকি ভিসি স্যারকে হেনস্থা করেছি কিন্তু আজকে প্রক্টর স্যার নিশ্চিত করেছেন যে কোন হেনস্থার ঘটনা সেখানে ঘটেনি।
উপাচার্য ও প্রক্টর মহোদকে বলতে চাই, আপনারা গুজব বাহিনীর মব ক্রিয়েট বন্ধ করুন। কিন্তু আমরা যদি জানতে পারি আপনারাই মব সৃষ্টির পেছনে রয়েছেন তাহলে ঢাবি ছাত্রদলের সভাপতি হিসেবে আমি আপনাদের হুশিয়ারি দিয়ে গেলাম।
এসময় তিনি এদিন বিকেলে শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের সহ সভাপতি ফারুক হোসেনের উপর হামলার ঘটনায় তার সুস্বাস্থ্য কামনা করে এই হামলার নিন্দা জানান এবং জড়িতদের দৃষ্টান্ত শাস্তির দাবি জানান।
যশোরে পুলিশ পরিচয়ে দুই বাড়িতে ঢুকে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট
বিক্ষোভ সমাবেশে সিনিয়র সহ সভাপতি মাসুম বিল্লাহ, সিনিয়র সহ সভাপতি খন্দকার আনিসুর রহমান অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন শাওন, সাংগঠনিক সম্পাদক নূর আলম ইমন প্রমুখ বক্তব্য প্রদান করেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।