জুমবাংলা ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৪ কেজি ওজনের একটি বিশাল আকারের কাতল মাছ। মাছটি ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) ভোর ৬টার দিকে পদ্মা নদীর ঢালার চর এলাকার জেলে আনিসের জালে মাছটি ধরা পড়ে।
জেলে আনিস বলেন ,পদ্মা নদীর দৌলতদিয়া ৭ নং ফেরিঘাট এলাকায় সকালে জাল ফেলি। পরে জাল উঠানোর সময় দেখি বড় একটি কাতল মাছ জালে আটকা পড়েছে। মাছটি দৌলতদিয়া ফেরি ঘাটে রওশনের আড়তে নিয়ে আসলে মাছ ব্যবসায়ী শাজাহান শেখের কাছে প্রতি কেজি ১ হাজার ৩৫০ টাকা দরে মোট ১৮ হাজার ৯০০ টাকায় বিক্রি করেছি।
শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, আজ সকাল ৭টার দিকে কাতল মাছটি আড়ত থেকে উন্মুক্ত নিলামে কিনে পরে মোবাইল ফোনে যোগাযোগ করে ঢাকার একজন ক্রেতার কাছে প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা দরে মোট ১৯ হাজার ৬০০ টাকা ও ভাড়াসহ ২০ হাজারে বিক্রি করেছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।