বিনোদন ডেস্ক : ২১ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার। ছবিটি নিয়ে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে। বিশ্বের বড় বড় চলচ্চিত্র সমালোচকরা ছবিটি দেখে অভিভূত। অনেকেই এটিকে নোলানের ‘সেরা’ বলছেন। সমালোচকরা ভুল না পেলেও দর্শক ছবির একটি ভুল খুঁজে পেয়েছেন। সেটি নিয়েই সামাজিক মাধ্যমে চলছে চর্চা।
নোলান এই ছবির জন্য ক্যারেক্টার স্টাডি করেছেন ভালো করে। ওপেনহেইমারের চরিত্রে কোনো ভুল নেই। নির্ভুল সিনেমাটোগ্রাফি, সাউন্ড ইঞ্জিনিয়ারিং ও কাস্টিংও মন কেড়েছে দর্শকের। তবে ভুল পাওয়া গেছে একটি দৃশ্যের পতাকায়।
টুইটারে অ্যান্ডি ক্রেইগ নামের এক ব্যক্তি জানিয়েছেন সিনেমার একটি দৃশ্যে আমেরিকার যেই পতাকাটি দেখানো হয়েছে সেটি ১৯৫৯ সালের। ৫০ তারকা বিশিষ্ট সেই পতাকাটি ১৯৪৫ সালে ছিল না। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের পর ওপেনহেইমার বক্তব্য দিচ্ছিলেন সেই দৃশ্যে।
Moviegoers report a historical error in an #Oppenheimer scene set in 1945 that features Americans waving the 50-star flag, which was established in 1959. pic.twitter.com/KwAUB803MF
— Pop Crave (@PopCrave) July 23, 2023
‘ওপেনহেইমার’-এর এই ভুল নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা হচ্ছে। তবে অনেক নোলান ভক্তই মনে করছেন এত ছোট ভুল নিয়ে এত আলোচনার কোনো মানে নেই। এক ‘বারবি’ ভক্ত লিখেছেন, ‘বারবির কোনো ভুল নেই।’
মার্কিন পদার্থবিজ্ঞানী জে. রবার্ট ওপেনহাইমার পারমাণবিক বোমার জনক। তার জীবনীর ওপর ভিত্তি করে উপন্যাস লিখেছেন কাই বার্ড ও মার্টিন জে শেরউইন। ‘আমেরিকান প্রমিথিউস দ্য ট্রায়াম্ফ অ্যান্ড ট্র্যাজেডি অব জে. রবার্ট ওপেনহাইমার’ নামের এই উপন্যাস ২০০৬ সালে পুলিৎজার পুরস্কার পায়। সেই উপন্যাসের ওপর ভিত্তি করে এই সিনেমা নির্মাণ করেছেন ক্রিস্টোফার নোলান।
সূত্র: কইমই
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।