আন্তর্জাতিক ডেস্ক : মাথায় হেলমেট, আর তাতে বসানো ছোট্ট সিসিটিভি ক্যামেরা—এমন অদ্ভুত সাজে রাস্তায় ঘুরে বেড়ানো এক যুবকের ভিডিও এখন ভাইরাল। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি পরিচিত হয়ে উঠেছেন ‘হেলমেট ম্যান’ নামে। কিন্তু বিষয়টি শুধু মজার নয়, বরং এর পেছনে লুকিয়ে রয়েছে গভীর আতঙ্ক ও নিরাপত্তাহীনতার গল্প।
ভারতের ইন্দোর শহরের বাসিন্দা ওই যুবকের নাম সতীশ চৌহান। দেশটির সংবাদমাধ্যম নিউজ১৮ জানায়, হেলমেটে ক্যামেরা লাগিয়ে ঘোরা এই ব্যক্তি মূলত প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে বিরোধে জড়িয়েছেন। সতীশের অভিযোগ, প্রতিবেশী বলিরাম চৌহান ও মুন্না চৌহান প্রায় প্রতিদিনই তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান এবং জমি দখলের চেষ্টা করছেন। যে কোনো সময় হামলার আশঙ্কা করছেন তিনি। সেই ভয় থেকেই মাথায় হেলমেট, আর তাতে লাগানো সিসিটিভি— যেন এক চলন্ত নিরাপত্তা বলয়।
ভাইরাল হওয়া ভিডিওতে সতীশ বলেন, ‘আমি বহুবার প্রশাসনের দ্বারে গিয়েছি, কিন্তু কেউ আমার কথা শোনেনি। শেষ পর্যন্ত নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য নিজেই ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি।’
তাঁর দাবি, ইন্দোরের হিরানগর থানায় একাধিকবার অভিযোগ জানালেও পুলিশ অভিযোগ নেয়নি এবং কোনো রকম নিরাপত্তা দেয়নি। তাই বাধ্য হয়ে নিজেই প্রমাণ সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন।
ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘অনেকে ভাবতে পারেন এটা কোনো নাটক। কিন্তু আমার জন্য এই হেলমেট-ক্যামেরা হলো ঢাল। যদি আমার বা পরিবারের কারও ক্ষতি হয়, তাহলে অন্তত প্রমাণ থাকবে যে আমাদের সঙ্গে কী ঘটেছে।’
সতীশের এই পদক্ষেপ সামাজিক মাধ্যমে যেমন হাস্যরসের জন্ম দিয়েছে, তেমনি অনেকে এটিকে রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার এক করুণ প্রতিচ্ছবি হিসেবেও দেখছেন। এক্স (সাবেক টুইটার)-এ অনুরাগ দ্বারী নামে এক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘দেখতে যেমন অদ্ভুত লাগছে, বিষয়টি ততটাই সিরিয়াস। প্রশাসনের কাছ থেকে কোনো সুরক্ষা না পেয়ে মানুষ আজ নিজেই নিজের প্রহরী হয়ে উঠতে বাধ্য হচ্ছে।’
ইন্দোর পুলিশের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, সতীশের অভিযোগের সত্যতা রয়েছে। তিনি বলেন, ‘প্রতিবেশীদের সঙ্গে তাঁর জমি নিয়ে পুরোনো বিরোধ রয়েছে, যা ইতিমধ্যে শারীরিক সংঘর্ষে রূপ নিয়েছে। আমরা উভয় পক্ষকে মীমাংসার জন্য আহ্বান জানিয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং নতুন কোনো তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
সতীশের হেলমেট-ক্যামেরা উদ্যোগ এখন সামাজিক মাধ্যমে শুধু কৌতুক নয়, বরং একটি গভীর বার্তা দিচ্ছে—যেখানে মানুষ নিজেই নিজেকে রক্ষা করতে বাধ্য হচ্ছে, কারণ রাষ্ট্র তাকে যথেষ্ট নিরাপত্তা দিতে পারছে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।