বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি ফারুক আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার হার্টে ব্লক ধরা পড়ায় চিকিৎসকরা দ্রুত হৃদযন্ত্রে রিং বসান।

রবিবার (৯ নভেম্বর) বিকেলে তিনি অসুস্থ বোধ করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং সিসিইউতে (কার্ডিয়াক কেয়ার ইউনিট) ভর্তি করা হয়। সন্ধ্যায় তার হার্টে সফলভাবে রিং স্থাপন করা হয় বলে নিশ্চিত করেছেন বিসিবির একজন শীর্ষ পরিচালক।
বর্তমানে ফারুক আহমেদের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং তিনি আশঙ্কামুক্ত আছেন। সবকিছু স্বাভাবিক থাকলে আগামীকালই তাকে কেবিনে স্থানান্তর করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে পরিচালক পদে জয়ী হয়ে ফের বোর্ডে যুক্ত হয়েছেন ফারুক আহমেদ।
এদিকে, জাতীয় দল সিলেটে, নারী দল বিকেএসপিতে এবং অনূর্ধ্ব–১৯ দল রাজশাহীতে ব্যস্ত থাকলেও, ঢাকায় পাঁচতারকা হোটেলে দিনব্যাপী ক্রিকেট কনফারেন্স আয়োজন করেছে বিসিবি। তবে অসুস্থতার কারণে এই কনফারেন্সে উপস্থিত থাকতে পারেননি ফারুক আহমেদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



