লাইফস্টাইল ডেস্ক : সিলিং ফ্যান পরিষ্কার করা দারুণ ঝক্কি। আর তাই তো আজ করব, কাল করব বলে, কাজ ফেলা রাখা। ফলাফল, ফ্যানের ব্লেডজুড়ে ময়লা দ্বিগুণ, তিনগুণ! তবে জানলে অবাক হবেন, খুব কম সময়েই কিন্তু পরিষ্কার করা যায় সিলিং ফ্যান। চলুন জেনে নেই সিলিং ফ্যান পরিষ্কারের সহজ উপায়:
* প্রথমেই বিছানার ওপর একটা বাতিল চাদর পেতে ফেলুন। এতে ময়লা পরিষ্কার করার সময় বিছানাতে ময়লা পড়বে না। এবার হাতে নিন শুকনো কাপড়। প্রথমে হালকা হাতে পরিষ্কার করে নিন ফ্যানের ব্লেড।
* শুকনো কাপড় দিয়ে ব্লেড মোছার পরই ভেজা কাপড় ব্যবহার করবেন। না হলে ব্লেড পরিষ্কার তো হবেই না, উলটে ময়লা আটকে থাকবে ব্লেডে।
* পুরনো বালিশের কভারের মধ্যে ফ্যানের ব্লেড ঢুকিয়ে দিন। তারপর কাপড়ের মুখ চেপে নিয়ে হালকা করে টেনে নিন। দেখবেন ময়লা সব কভারের মধ্যে পড়ে ব্লেড পরিষ্কার হবে।
* ফ্যানের ব্লেড পরিষ্কার করতে ব্যবহার করুন খবরের কাগজ। প্রথমে শুকনো কাপড় দিয়ে ময়লা পরিষ্কার করে নিয়ে, খবরের কাগজ অল্প জলে ভিজিয়ে ব্লেড পরিষ্কার করুন।
* ফ্যানের ব্লেড পরিষ্কার করার সময় ডিটারজেন্টের সঙ্গে অল্প খাবার সোডা মিশিয়ে নিন। এতে ঝকঝকে হবে আপনার ফ্যানের ব্লেড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।