তথ্য অফিসের আয়োজনে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : “সংগ্রাম-স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা” স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে স্মৃতিচারণ ও জীবনকর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা তথ্য অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেন।

সহকারী তথ্য অফিসার মো: মেহেদী হাসানের সঞ্চালনায় অত্র দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বঙ্গমাতা ও বঙ্গবন্ধুর পরিবারসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।