সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘একটাই পৃথিবী, প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ এই শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ, মানববন্ধন, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (০৫ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
মানিকগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর আয়াজিত এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সানোয়ারুল হকের সভাপতিত্বে প্রফেসর বাসুদেব সাহার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: মোয়াজ্জেম আলী চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো: হাফিজুর রহমান (প্রশাসন), জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নূর আলম, মানিকগঞ্জ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেনের উপ-ব্যবস্থাপক মাহবুবুল ইসলাম, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ জামাল হোসাইন, পরিবেশবাদী সংগঠন বারসিকের প্রোগ্রাম অফিসার রাশেদা আক্তার, সাংবাদিক মনিরুল ইসলাম মিহির প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা সমাস সেবা অধিদপ্তরের উপ-পরিচালক জোয়ারদার মোহাম্মদ মহিউদ্দিন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো: আসাদুজ্জামান রুমেল, জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেনসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভা শেষে বিশ^ পরিবেশ দিবস উপলক্ষ্যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
অপরদিকে, দিবসটি উপলক্ষ্যে সকাল ১১টায় মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করে সামাজিক সংগঠন গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট, মানিকগঞ্জ প্রেসক্লাব, পালক, দিশারী, আলোর পথ, সৃজন ওপেন রোভার স্কাউট, মানুষের পাশে, সেভ দ্য নেচার, ইয়ুথ গ্রীন ক্লাব ও বারসিক ।
কর্মসূচিতে এ্যাডভোকেট দীপক কুমার ঘোষের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোক মোর্চার সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিপ্লব চক্রবর্তী, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, গ্রীন এনভায়রনমেন্টের সাধারন সম্পাদক তানভীর আহমেদ, দিশারীর সভাপতি হাসান সিকদার প্রমূখ।
আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচিতে বক্তারা পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা, প্রশস্থ রাস্তা নির্মাণ, শহরের সৌন্দর্যবর্ধিত করে খালে পানির প্রবাহ সৃষ্টি, ময়লা আবর্জনা যথাযথ স্থানে ফেলা ও বৃক্ষ রোপনসহ পরিবেশ রক্ষায় জন সচেতনতা বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
মানিকগঞ্জে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।