বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরেই অসুস্থ বিশ্বনন্দিত গায়িকা সেলিন ডিওন। সংগীত জগৎ থেকে আড়ালেই রয়েছেন তিনি। তবে যত সময় যাচ্ছে, সংগীত জগতে ফেরাটাই অনিশ্চিত হয়ে যাচ্ছে গায়িকার জন্য। বিরল স্নায়বিক ব্যাধি স্টিফ পারসন সিনড্রোমে আক্রান্ত ডিওন।
দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদন অনুসারে, গায়িকার শারীরিক দুর্বলতা বেড়েছে। এই মুহূর্তে সেলিনের পেশীর উপর তাঁর নিয়ন্ত্রণ নেই, এমনটাই জানিয়েছেন গায়িকার বোন ক্লাউডেট ডিওন।
কানাডিয়ান ওয়েবসাইট ‘৭ জুর’-এর সাথে একটি সাম্প্রতিক কথোপকথনে সেলিনের বোন ক্লাউডেট জানিয়েছেন, সেলিন কঠোর লড়াই করছে এই বিরল অসুখের সঙ্গে। ক্লাউডেট বলেন, ‘আমার হৃদয় ভেঙ্গে যাচ্ছে তাঁর এই শারীরিক অবস্থায়।
সে সবসময় শৃঙ্খলাবদ্ধ ছিল। সবসময় কঠোর পরিশ্রম করেছে। আমাদের মা তাকে সবসময় বলতেন, ‘তুমি এটা ভালো করতে যাচ্ছ, তুমি এটা ঠিকভাবে করবে।’
সেলিনের রোগ সম্পর্কে ক্লাউডেট বলেন, ‘মানুষের ভোকাল কর্ডগুলিও পেশী, হৃদয়ও একটি পেশী।
সেলিনের বিরল রোগের অবস্থাটি এক মিলিয়নের মধ্যে ১জনের দেখা দেয়। বিজ্ঞানীরা এটি নিয়ে এত বেশি গবেষণা করেননি কারণ এটি এত বেশি লোককে প্রভাবিত করেনি।’
সেলিনের মঞ্চে ফিরে আসার প্রশ্নে ক্লাউডেট বলেন, ‘এটা সত্য যে আমাদের এবং তাঁর নিজেরও স্বপ্ন মঞ্চে ফিরে আসা। কিন্তু উপায় কি? আমি জানি না।’
সেলিনের প্রতি অনুরাগীদের ভালোবাসা উল্লেখ করে ক্লাউডেট বলেন, ‘কিছু লোক আশা হারিয়েছে কারণ এটি সুপরিচিত কোনো রোগ নয়।
সেলিনের ফাউন্ডেশনকে তাঁর শারীরিক অবস্থার তথ্য জানতে কত লোক যে ফোন কল করে তা যদি আপনারা জানতেন! লোকেরা আমাদের বলে যে তারা তাকে ভালোবাসে এবং তারা তাঁর জন্য প্রার্থনা করছে। তিনি অনেক বার্তা, উপহার এবং আশীর্বাদ পাচ্ছেন।’
২০২২ সালের ডিসেম্বরে সেলিন ডিওন নিজের অসুস্থতার খবর প্রকাশ্যে আনেন। সেলিন জানিয়েছেন, তিনি বিরল এক অসুখে আক্রান্ত। অসুখটির নাম স্টিফ পারসন সিনড্রম (এসপিএস)। স্নায়ুর খুবই বিরল এক অসুখ এটি। এটিকে একধরনের অটোইমিউন ডিস-অর্ডারও বলেন চিকিৎসকরা। গান গাওয়া বা মঞ্চে পারফর্ম করা তো দূর, তার স্বাভাবিক জীবনই ব্যাহত হয়ে গেছে এর ফলে। সে কারণেই তাঁর গানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় তিনি। গত বছরের ডিসেম্বর থেকেই বিশ্রামে চলে যান গায়িকা।
সেলিনের এই বিরল রোগ সম্পর্কে চিকিৎসকরা জানিয়েছেন, এই রোগে যিনি আক্রান্ত হন তার সারা শরীরের সমস্ত পেশিতে নানা ধরনের টান লাগতে শুরু করে। এমনকি বারবার তিনি উল্টে পড়ে যেতে পারেন, চোট পেতে পারেন। কারণ কোনো পেশির ওপরেই তার আর কোনো নিয়ন্ত্রণ থাকে না।
এর আগে সেলিনের বোন ক্লাউডেট জানিয়েছিলেন, গায়িকার সুস্থতার জন্য সঠিক চিকিৎসা চেষ্টা চললেও এই বিরল রোগের সঠিক ওষুধ খুঁজে পাওয়া কঠিন। চিকিৎসকরা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন। সেলিনও কঠোরভাবে লড়াই করছেন এই পরিস্থিতির সঙ্গে। সুস্থতার জন্য সব রকম চেষ্টাই করছেন গায়িকা। তিনি এই বিরল রোগের ক্ষেত্রে শীর্ষ গবেষকদের পরামর্শ শুনছেন।
‘টাইটানিক’ সিনেমার বিখ্যাত গান ‘মাই হার্ট উইল গো অন’-এর জন্য সেরা গায়িকা হিসেবে অস্কার পেয়েছিলেন সেলিন ডিওন। বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় এই গায়িকার জীবনে এর আগেও অনেক ঝড় এসেছে। ২০১৪ সালে তার স্বামী রেনে অ্যাঞ্জেলিলের ক্যান্সারের সময় নিজের ক্যারিয়ার থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়েছিলেন সেলিন। তার এক বছর পর গায়িকা আবার গানের জগতে ফিরে আসেন। কিন্তু ২০১৬ সালে স্বামী অ্যাঞ্জেলিল ও ভাই ড্যানিয়েল ডিওনের মৃত্যুতে তিনি ফের গানের জগৎ থেকে নিজেকে সরিয়ে নেন। অবশেষে ২০১৯ সালে স্টুডিও অ্যালবাম ‘কারেজ’ নিয়ে প্রত্যাবর্তন করেন গায়িকা। অ্যালবামটিতে তার সঙ্গে আরো গেয়েছেন সিয়া, স্যাম স্মিথ ও ডেভিড গুয়েটার। এরপরই বিরল ব্যাধিতে পড়লেন গায়িকা। বিশ্বজুড়ে ভক্তরা প্রত্যাশায় রয়েছেন গায়িকার সুস্থ হয়ে ফিরে আসার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।