বিনোদন ডেস্ক : গত ১১ মার্চ ভারতের ৭০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা। মুক্তির পর বিতর্কে জড়ালেও দর্শকের কাছ থেকে প্রশংসা কুড়াচ্ছে এটি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সিনেমাটির প্রশংসা করেছেন। শুধু তাই নয়, আসামের মুখ্যমন্ত্রী সিনেমাটি দেখার জন্য অর্ধ দিবস সরকারি ছুটি ঘোষণা করেছেন। বিজেপি শাসিত রাজ্যে সিনেমাটি করমুক্ত করা হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কণ্ঠে উল্টো সুর। ভুলেও সিনেমাটি না দেখার আহ্বান জানিয়েছেন তিনি। হিন্দুস্তান টাইমস এ খবর প্রকাশ করেছে।
বুধবার (১৬ মার্চ) ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার নাম না করেই কটাক্ষ করেন মমতা। বিধানসভায় স্বরাষ্ট্র দপ্তরের বাজেট বক্তৃতায় মমতা বলেন, ‘কেউ সিনেমাটি দেখতে যাবেন না। ভাইরাল ভিডিও দেখবেন না। সিনেমায় যা দেখায় তা কখনোই সত্যি নয়। তাই সেগুলো বিশ্বাস করবেন না। এগুলো সব বানানো। সিনেমা সিনেমাই। কোনো দিন সত্যি হবে না।’
১৯৯০ সালে জম্মু-কাশ্মীর থেকে কাশ্মীরি পণ্ডিতদের বিতাড়িত করার ঘটনা নিয়ে এ সিনেমা নির্মাণ করেছেন বিবেক অগ্নিহোত্রী। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার, পল্লবী যোশি প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।