Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home বেগুন ও শসার দামে সেঞ্চুরি, বেড়েই চলেছে লেবুর দাম
    অর্থনীতি-ব্যবসা

    বেগুন ও শসার দামে সেঞ্চুরি, বেড়েই চলেছে লেবুর দাম

    Saiful IslamMarch 4, 20253 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : পবিত্র রমজান মাস শুরু হওয়ায় বাড়তি চাহিদার অজুহাতে বেগুন, দেশি শসার দাম বেড়ে ১০০ টাকার ঘরে পৌঁছেছে। ইফতারের সময় লেবুর শরবতের বেশ চাহিদা থাকার সুযোগে পণ্যটির দাম সপ্তাহের ব্যবধানে কয়েক গুণ বেড়ে বিক্রি হচ্ছে। স্বস্তি নেই মাছ ও মাংসের বাজারেও। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও এসব পণ্যের মূল্যবৃদ্ধিতে ক্রেতারা অসন্তুষ্ট।

    তবে রোজার ভোগ্যপণ্য হিসেবে পরিচিত ছোলা, খেজুর, ডাল, পেঁয়াজ, রসুন, চিনির বাজার স্থিতিশীল। রোজা ঘিরে পর্যাপ্ত আমদানি হলেও বাজারে এখনো বোতলজাত সয়াবিন তেলের সংকট চলছে। আগামী দু-এক দিনের মধ্যে বাজারে ভোজ্যতেলের সংকট কেটে যাবে বলে তেল আমদানিকারকরা জানিয়েছেন। তাঁরা বলছেন, এবার ভোজ্যতেলের কাঁচামাল আসতে দেরি হওয়ার কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে।

    সোমবার রাজধানীর রামপুরা কাঁচাবাজার, বাড্ডা ও জোয়ারসাহারা বাজার ঘুরে দেখা গেছে, রমজান মাস শুরু হতে না হতেই সবজির বাজারে সেঞ্চুরি হাঁকিয়েছে বেগুন। ইফতারে লম্বা বেগুনের চাহিদা বেশি হওয়ায় রাতারাতি বেড়েছে বেগুনের দাম। যা গত সপ্তাহে ৬০ টাকা কেজিতে বিক্রি হলেও রোজার দ্বিতীয় দিন তা ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে মানভেদে বেগুন ৮০ টাকা কেজিতেও বিক্রি হতে দেখা গেছে।

    হাইব্রিড শসা কেজি ৬০ থেকে ৭০ টাকা ও দেশি শসা কেজি ৯০ থেকে ১০০ টাকা এবং ক্ষীরা কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট সাইজের লেবু ৫০ থেকে ৬০ টাকা হালি, মাঝারি সাইজের লেবু ৭০ থেকে ৮০ টাকা এবং বড় আকৃতির লেবু ৮০ থেকে ১২০ টাকা হালিতে বিক্রি হচ্ছে। তবে উন্নতজাতের লেবু আরো কিছুটা বেশি দামেও বিক্রি হতে দেখা গেছে। তবে এবার কাঁচা মরিচের দাম তুলনামূলক কম, ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

    রাজধানীর জোয়ারসাহারা বাজার করতে আসা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, ‘বাজারে বেগুনের সরবরাহে কোনো কমতি নেই, তার পরও বেগুনের দাম চাচ্ছে ১০০ টাকা কেজি।

    গত সপ্তাহেও ৬০ টাকা দরে এক কেজি বেগুন নিয়েছি। আর লেবুর দাম এখন জিজ্ঞেস করতেও ভয় লাগে। যে যেভাবে পারছে ইচ্ছামতো দাম বাড়িয়ে বিক্রি করছেন।’ তাই বাজারগুলোতে তদারকি আরো জোরদার করা উচিত বলেও তিনি জানান।

    বাজার ঘুরে দেখা গেছে, দেশি পেঁয়াজ কেজি ৪৫ টাকা, ছোলা মানভেদে কেজি ১১০ থেকে ১১৫ টাকা, বেসন কেজি মানভেদে ১২০ থেকে ১৪০ টাকা, চিনি কেজি ১২০ টাকা, আলু কেজি ২০ টাকা, দেশি আদা কেজি ১২০ থেকে ১৩০ টাকা, দেশি নতুন রসুন ১৪০ থেকে ১৫০ টাকা, আমদানি করা রসুন কেজি ২৩০ থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটো কেজি ৩০ টাকা, লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা, ফুলকপি ৩৫ থেকে ৪০ টাকা, গাজর কেজি ৪০ থেকে ৫০ টাকা, মিষ্টিকুমড়া কেজি ৩০ থেকে ৪০ টাকা, চালকুমড়া প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা, শিম কেজি ৫০ থেকে ৬০ টাকা ও কচুরলতি কেজি ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বাজারে করলা কেজি ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

    রাজধানীর বাড্ডা কাঁচাবাজারের মুদি দোকানের বিক্রেতা মো. মোতালেব বলেন, ‘প্রতিবছরই রোজার মধ্যে চিনি, ছোলার অতিরিক্ত চাহিদার সুযোগে দাম বেড়ে যায়। এবার সেটা নেই। নিত্যপণ্যের মধ্যে এবার কোনো কিছুর দাম বাড়েনি। তবে বাজারে তেলের সংকট নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি রয়েছে। দুই রোজা চলে যাচ্ছে। তার পরও বাজারে তেলের সরবরাহ বাড়েনি।’

    বাজার ঘুরে দেখা গেছে, রাজধানীর খুচরা বাজারে এখনো চড়া দামেই মাংস বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি প্রতি কেজি ২০০ থেকে ২১০ টাকা এবং সোনালি মুরগি কেজি মানভেদে ৩০০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস কেজি ৭৮০ টাকা এবং খাসির মাংস কেজি ১১৫০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।

    মুরগি বিক্রেতারা বলছেন, রোজা আরো কয়েকটি গেলে মুরগির বাজার নিম্নমুখী হবে। তখন দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমতে পারে।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘ও অর্থনীতি-ব্যবসা চলেছে দাম, দামে বেগুন বেড়েই লেবুর শসার সেঞ্চুরি
    Related Posts
    রূপালী ব্যাংক

    রূপালী ব্যাংকে ১ লক্ষ টাকায় কত মুনাফা পাওয়া যাবে

    October 24, 2025
    ডিম-সবজির দাম

    রাজধানীতে ডিম-সবজির দাম কমলেও চড়া মাছ-মাংসের বাজার

    October 24, 2025
    Fixed deposit

    ফিক্সড ডিপোজিটের পরিবর্তে ১০টি বিকল্প দিচ্ছে আরও ভালো রিটার্ন!

    October 24, 2025
    সর্বশেষ খবর
    রূপালী ব্যাংক

    রূপালী ব্যাংকে ১ লক্ষ টাকায় কত মুনাফা পাওয়া যাবে

    ডিম-সবজির দাম

    রাজধানীতে ডিম-সবজির দাম কমলেও চড়া মাছ-মাংসের বাজার

    Fixed deposit

    ফিক্সড ডিপোজিটের পরিবর্তে ১০টি বিকল্প দিচ্ছে আরও ভালো রিটার্ন!

    সোনার দামে বড় পতনের পর ফের বৃদ্ধি

    ‘টপ অ্যাগ্রি-ফুড পাইওনিয়ার-২০২৫’ পুরস্কার পেলেন আবদুল আউয়াল মিন্টু

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হলো ‘ক্যাশলেস ক্যাম্পাস’

    ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মাসুদের ৩৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

    আবগারি শুল্ক

    ব্যাংকে কত টাকা রাখলে কাটা হবে আবগারি শুল্ক

    সোনার দাম

    দাম কমল সোনার, আজ থেকেই কার্যকর

    এনবিআর

    বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য এনবিআরের সুখবর

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.