সেঞ্চুরিতে ডি ককের রেকর্ড

কুইন্টন ডি কক

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৪৩ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন কুইন্টন ডি কক। দক্ষিণ আফ্রিকার এই তারকা ওপেনার রোববার সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯টি চার আর ৮টি ছক্কার সাহায্যে এই রেকর্ড গড়েন।

কুইন্টন ডি কক

তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৫ বলে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ডেভিড মিলার। তিনি ২০১৭ সালের ২৯ অক্টোবর ঘরের মাঠ পচেফস্ট্রুমে বাংলাদেশ দলের বিপক্ষে এই রেকর্ড গড়েন।

ডি কক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজ দ্রুততম দ্বিতীয় সেঞ্চুরি আর সবমিলে দ্র্রততম ১৩ সেঞ্চুরি হাঁকান তিনি।

৩৫ বলে ডেভিড মিলারের মতো সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের রোহিত শর্মা ও চেক প্রজাতন্ত্রের এস বিক্রমশেখর। ৩৯ বলেও সেঞ্চুরি রয়েছে তিনজনের। ৪০ বলে একটি, ৪১ ও ৪২ বলে দুটি করে সেঞ্চুরি রয়েছে।

প্রভাসের সঙ্গে আর দেখা যাবে না আনুশকাকে

৪৩ বলে এর আগে সেঞ্চুরি হাঁকান নামিবিয়ার ক্রিকেটার জিন-পিয়ের কোটজে। রোববার তার মতো ৪৩ বলে সেঞ্চুরি হাঁকালেন কুইন্ডন ডি কক।