আমদানি বৃদ্ধি, সস্তায় মিলে ইলিশ

ইলিশের আমদানি বৃদ্ধি

জুমবাংলা ডেস্ক : চাঁদপুরের পাইকারি বাজারগুলোতে ইলিশের আমদানি বৃদ্ধি পাওয়ায় দাম ক্রেতাদের নাগালে রয়েছে। ইলিশের আমদানি বৃদ্ধি পাওয়ায় ক্রেতা-বিক্রেতাদের মধ্যে রয়েছে স্বাচ্ছন্দ্য। মৎস্য কর্মকর্তা বলছেন, বৈরী আবহাওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টির কারণে ইলিশের আমদানি বৃদ্ধির পাশাপাশি দাম সহনীয় পর্যায়ে রয়েছে।

ইলিশের আমদানি বৃদ্ধি

চাঁদপুর বড়স্টেশন পাইকারি মাছঘাটে বর্তমানে প্রতিদিন গড়ে ৩ থেকে সাড়ে ৩ হাজার মণ ইলিশ আমদানি হচ্ছে। এখন ৫০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি দরে, ১ কেজি থেকে ১৪শ’ গ্রামের ইলিশ ১৩০০ টাকা, আর দেড় কেজি থেকে ২ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৭০০ টাকা কেজি দরে। চাঁদপুরে ছোট বড় ২৫টি মৎস্য আড়ত রয়েছে।

ব্যবসায়ী আবু সাইদ ও ক্রেতা রাসেল গাজী বলেন, ইলিশের ভরা মৌসুম চলছে। তাই চাঁদপুরে ইলিশের বড় পাইকারি বাজার বড়স্টেশন মাছঘাট মৎস্য আড়তে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। শ্রমিক ও ব্যবসায়ীরা ব্যস্ত সময় পার করছেন। আর ক’দিনপর মা ইলিশ রক্ষা কার্যক্রম শুরু হলে, পদ্মা-মেঘনায় ইলিশসহ সকল প্রকার মাছ আহরণ নিষিদ্ধ থাকবে। দক্ষিণাঞ্চলের জেলেরা ইলিশ আহরণ করে পরিবহন খরচ কম ও বেশি লাভের আশায় চাঁদপুর ঘাটে নিয়ে আসে।

এই ঘাট ঘুরে পাইকাররা কুমিল্লা, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, শ্রীমঙ্গলসহ বিভিন্ন বড় বড় বাজারগুলোতে পাঠায়। গত কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে সমুদ্র উপকূলীয় অঞ্চল ও স্থানীয় পদ্মা-মেঘনায় জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে বড় সাইজের ইলিশ ধরা পড়ছে। এতে করে চাঁদপুর মাছ ঘাটে বেড়েছে ইলিশের আমদানি, সেই সাথে দামও ক্রেতাদের ক্রয় ক্ষমতার নাগালে রয়েছে।

শাকিবের বাসায় যাওয়া নিয়ে যা বললেন অপু বিশ্বাস

চাঁদপুরের সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম বলেন, নিম্নচাপের প্রভাব, গুড়ি গুড়ি বৃষ্টি ও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সমুদ্র উপকূলীয় অঞ্চলে ও পদ্মা-মেঘনায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। এতে চাঁদপুরে পাইকারি বাজারগুলোতে ইলিশের আমদানি বেড়েছে, সেই সাথে দাম ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে।