আন্তর্জাতিক ডেস্ক : যেখানে অহরহ টিকিট ছাড়াই মানুষের ট্রেন ভ্রমণের কথা শোনা যায়, সেখানে ছাগলের জন্যও ট্রেনের টিকিট কেটেছেন এক নারী। এতে তিনি তার দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের। ট্রেনে উঠে ছাগলের জন্য টিকিট কিনে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রশংসা কুড়িয়েছেন এক বৃদ্ধা।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, একজন নারী একটি ছাগল নিয়ে চলন্ত ট্রেনের বগির এক প্রান্তে দাঁড়িয়ে আছেন। এ সময় ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক (টিটিই) ওই নারীর কাছে জানতে চান, তিনি ট্রেনের টিকিট কেটেছেন কি না। এ সময় পাশ থেকে একজন ওই নারীর টিকিট টিটিইর হাতে তুলে দেন।
পরে টিটিই ওই নারীকে জিজ্ঞেস করেন তিনি ছাগলের টিকিট করেছেন কিনা। জবাবে ওই নারী জিজ্ঞেস করেন, ছাগল কা ভি টিকিট হ্যায় (ছাগলেরও টিকিট আছে) ? পরে ওই নারী নিজেই আবার জানান, তার কাছে ছাগলেরও টিকিট আছে।
এদিকে বৃদ্ধার এই সততায় মুগ্ধ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। এক্সে অবনীশ শরণের পোস্টের নিচে অনেকেই সেই বৃদ্ধার সততার প্রশংসা করেছেন। এক ব্যবহারকারী ওই নারীর হাসির প্রশংসা করে বলেছেন, নিঃসন্দেহে তার হাসিই সবকিছু বলে দিচ্ছে।
দুর্দান্ত সব ফিচারের সঙ্গে পানির দামে অপো নিয়ে এলো নতুন ৫জি স্মার্টফোন
অপর এক ব্যবহারকারী লিখেছেন, তিনি কতটা সৎ তার একটি উদাহরণ এই ভিডিও। জাতির এমন মানুষই দরকার। তবে ঔই নারী ভারতের কোন অঞ্চলের তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ভিডিওটিতে ওই নারীকে বাংলায় কথা বলতে শোনা গেছে। তাই নেটিজেনদের ধারণা ওই নারী হয়তো পশ্চিমবঙ্গের অধিবাসী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।