আন্তর্জাতিক ডেস্ক : তার ছাগল সে ফিরে পেল না। পাওয়া সম্ভবও নয়। তবে ছাগলের জন্য ক্ষতিপূরণ পেল। যে ক্ষতিপূরণের অঙ্কটা রীতিমত নজর কেড়েছে সকলের।
তার বয়স এখন ১১ বছর। তবে ঘটনাটার সূত্রপাত তার ৯ বছর বয়সে। সেই সময় ছোট্ট মেয়েটা একটি ছাগলকে বড় করে তুলছিল। সে তার বন্ধুও ছিল। ছাগলের নাম দিয়েছিল সিডার। সিডারকে সে ছোট থেকেই বড় করছিল।
তার সঙ্গে একটা অন্য সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু তার সেই ছাগল একদিন তার থেকে অনেক দূরে চলে গেল। ছাগল তাকে ছেড়ে যায়নি। বরং ছাগলকে নিয়ে গিয়ে তাতে কেটে ফেলা হয়।
যে ছাগলকে ছোট্ট মেয়েটা বড় করে তুলছিল তাকে এভাবে নিয়ে গিয়ে কেটে ফেলা হল কেন? এ প্রশ্ন তুলে কার্যত আমেরিকার ক্যালিফোর্নিয়ার শাস্তা কাউন্টির শেরিফের অফিসের বিরুদ্ধে মামলা করেন ওই মেয়েটির মা। তাঁর ছাগল ফেরত চাই একথা স্পষ্ট জানিয়ে দেন।
শাস্তা কাউন্টির শেরিফের অফিসের ২ আধিকারিক ততক্ষণে ওই ছাগলটিকে তুলে নিয়ে গিয়ে কেটেও ফেলেছেন। ফলে তাকে ফেরত তো দেওয়া সম্ভব নয়। এই মামলা চলতে থাকে।
অবশেষে সেই মামলায় শাস্তা কাউন্টিকে হার মানতে হয়। আদালত শাস্তা কাউন্টি শেরিফ অফিসকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। ওই বালিকাকে ৩ লক্ষ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
ভারতীয় মুদ্রায় যা আড়াই কোটি টাকার কিছু বেশি। যদিও সিডার তার কাছে আর ফেরত এল না, তবে ১১ বছরের ওই বালিকা ক্ষতিপূরণ হিসাবে যে অঙ্ক পাচ্ছে তা রীতিমত নজর কেড়েছে সকলের। নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় খবরটি প্রকাশিত হওয়ার পর রীতিমত হইচই পড়ে গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।