আন্তর্জাতিক ডেস্ক : তথ্যপ্রযুক্তিতে চীনের অগ্রগতি টেনে ধরতে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার (৯ আগস্ট) বিনিয়োগ সংক্রান্ত এক নির্বাহী আদেশে এ নিষেধাজ্ঞা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফলে এখন থেকে চীনা প্রযুক্তি খাতে বিনিয়োগ করতে পারবেন না মার্কিন কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান। খবর সিএনবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, চীনে বিনিয়োগের ওপর আরোপিত এ নিষেধাজ্ঞা মার্কিন পুঁজি ও দক্ষতার সহায়তায় চীনের প্রযুক্তি খাতের বিকাশ রোধে কাজ করবে। যাতে করে চীন সেই প্রযুক্তি সামরিক খাতকে আধুনিকায়নের কাজে ব্যবহার না করতে পারে। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, চীন এমনটা করলে তাদের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
মার্কিন কংগ্রেসকে লেখা এক চিঠিতে বাইডেন জানান, তিনি দেশের সংবেদনশীল প্রযুক্তি খাত বিশেষ করে সামরিক, কৃত্রিম বুদ্ধিমত্তা, নজরদারি বা সাইবার সক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ পণ্যের উৎপাদন সংশ্লিষ্ট খাতে জরুরি অবস্থা ঘোষণা করছেন। যাতে এসব খাতে চীনের মতো দেশের অগ্রগতি আটকে দেয়া যায়।
নিষেধাজ্ঞার কয়েকটি খাত উল্লেখ করেছে মার্কিন প্রশাসন। এগুলোর মধ্যে রয়েছে সেমিকন্ডাক্টর, মাইক্রোইলেকট্রনিক্স, কোয়ান্টাম তথ্যপ্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।
এদিকে, মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে চীন বলেছে, তারা এ আদেশ নিয়ে ‘ভীষণ উদ্বিগ্ন’। যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের বিপরীতে তাদেরও পাল্টা পদক্ষেপ গ্রহণের অধিকার রয়েছে।
এক বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, এ আদেশ ব্যবসায় প্রতিষ্ঠানের স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করবে এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।