চীনের সামরিক বাহিনীতে অভ্যন্তরীণ বড় ধরনের রদবদল এনেছে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব চায়না (সিপিসি)। দেশটির ইতিহাসে বিরল এক পদক্ষেপে একযোগে শীর্ষ নয়জন জেনারেলকে বরখাস্ত করা হয়েছে।
একইসঙ্গে তাদের সামরিক বাহিনী থেকেও অপসারণ করা হয়েছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে জানিয়েছে, বরখাস্ত হওয়া এসব জেনারেল গুরুতর আর্থিক অপরাধ ও অনিয়মের অভিযোগে সন্দেহভাজন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই পদক্ষেপটি চলমান দুর্নীতিবিরোধী অভিযানের অংশ। তবে দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি শুধুমাত্র দুর্নীতিবিরোধী অভিযান নয়, বরং রাজনৈতিক শুদ্ধিকরণ ও ক্ষমতার পুনর্বিন্যাসের ইঙ্গিতও বহন করছে। বরখাস্ত হওয়া জেনারেলদের বেশিরভাগই তিন তারকা পদমর্যাদার কর্মকর্তা এবং কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী সদস্য।
এই পদক্ষেপ এসেছে এমন এক সময়, যখন পার্টির কেন্দ্রীয় কমিটি নতুন সদস্য নির্বাচনের ভোট এবং চীনের অর্থনৈতিক পুনর্গঠন পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের প্রস্তুতি নিচ্ছে।
চীনের কেন্দ্রীয় সামরিক কমিশন (সিএমসি) এবং প্রতিরক্ষা বাহিনীর গুরুত্বপূর্ণ পদে থাকা যেসব কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে তারা হলেন—
সেন্ট্রাল মিলিটারি কমিশনের (সিএমসি) ভাইস চেয়ারম্যান হি ওয়েইডং, সিএমসির রাজনৈতিক বিভাগের পরিচালক মিয়াও হুয়া, সিএমসির রাজনৈতিক বিভাগের নির্বাহী উপপরিচালক হে হংজুন, সিএমসির জয়েন্ট অপারেশন কমান্ড সেন্টারের নির্বাহী উপপরিচালক ওয়াং জিউবিন, ইস্টার্ন থিয়েটার কমান্ডার লিন জিয়াংইয়াং, সেনাবাহিনীর রাজনৈতিক কমিশনার কিন শুতং, নৌবাহিনীর রাজনৈতিক কমিশনার ইয়ুআন হুয়াজি, রকেট ফোর্সেস কমান্ডার ওয়াং হৌবিন, আর্মড পুলিশ ফোর্স কমান্ডার ওয়াং চুনিং।
চীনের শীর্ষ সামরিক নেতৃত্বে সাম্প্রতিক সময়ে এমন ব্যাপক পরিবর্তন বিরল। বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রশাসন সামরিক বাহিনীর ভেতরে স্বচ্ছতা, শৃঙ্খলা ও সম্পূর্ণ আনুগত্য নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, তদন্তের অগ্রগতির ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হতে পারে।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট, রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।