নির্বাচনে অনিয়মের অভিযোগ, মহাসড়ক অবরোধের হুশিয়ারি চেয়ারম্যান প্রার্থীর

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলে দ্রুত ব্যবস্থা গ্রহণের ধাবি তুলেছেন মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সুদেব সাহা। ব্যবস্থা না নিলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের হুশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার (২৯ মে) বেলা পৌনে ১২ টার দিকে সদর উপজেলার দক্ষিণ উকিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ঘুরে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, সংসদ সদস্য জাহিদ মালেকের ফুপাতো ভাই মো: ইসরাফিল হোসেন এর সমর্থকেরা ভোটারদের সাথে ভোট কেন্দ্রের কালো পর্দার ভিতরে ঢুকে নিজেরাই কাপ পিরিচ মার্কায় ভোট দিয়ে দিচ্ছে। এছাড়া ভোট কেন্দ্রে ঢোকার সময় কাপ পিরিচ প্রার্থীর ছবিসহ স্লিপ ধরিয়ে দিচ্ছেন।

তিনি আরো অভিযোগ করে বলেন, ইসরাফিল হোসেনের লোকজন ভয় ভীতি দেখিয়ে এই কেন্দ্রে মোটরসাইকেলের প্রতীকের পুলিং এজেন্টদের ঢুকতে দেয়নি। সেজন্য এই কেন্দ্রে আমার কোন পুলিং এজেন্টও নাই। এ কারণেই তারা ভোটারদের ভোট নিজেদের ইচ্ছেমত নিয়ে নিচ্ছে।

সুদেব সাহা আরো বলেন, গড়পাড়া ইউনিয়েনর একটি কেন্দ্রে কাপ পিরিচ প্রতীকের প্রার্থীর এক কর্মী আমার সাথে অসদাচরণ করেছে। আশা করি এসব অনিয়ম করে আমার জয় ঠেকাতে পারবে না। আমি বিপুল ভোটে জয়ের ব্যপারে আশাবাদী।