জুমবাংলা ডেস্ক : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে এক হাজার ভোটে জিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিমের চাচাতো ভাই এহসানুল হাকিম সাধন। এ আনন্দে কর্মী-সমর্থকেরা বুধবার তাকে দুধ দিয়ে গোসল করিয়েছে। তার এক সমর্থক এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন।
এহসানুল হাকিম সাধন বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
রিজু শিকদার নামে এহসানুল হাকিমের এক সমর্থক ফেসবুকে লেখেন, ‘আল্লাহ উপজেলার সর্বোচ্চ সম্মান আপনাকে দান করেছেন। আজ যেমন দুধ দিয়ে গোসল করে পবিত্র হলেন। আমৃত্যু এই পবিত্রতা ধরে রাখবেন। আপনার কাছে অনুরোধ, আমরা যারা আপনার সহচর ছিলাম, আমাদের স্বপ্ন বালিয়াকান্দি একটা মডেল উপজেলা হিসাবে আপনি গড়ে তুলবেন। শুভকামনা আপনার জন্য প্রিয় বড় ভাই।’
নবনির্বাচিত চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন জানান, এলাকাবাসীর স্বপ্ন ছিল আমাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করবে। তাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে। এজন্য এলাকার লোকজন সকালে ১৫ লিটার দুধ নিয়ে এসে আমাকে গোসল করিয়েছে।
তিনি বলেন, এলাকাবাসীর কাছেও আমি দোয়া চেয়েছি। আমি যেন তাদের প্রত্যাশা পূরণ করতে পারি।
প্রসঙ্গত, উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গতকাল বালিয়াকান্দিতে ভোট অনুষ্ঠিত হয়। এতে এহসানুল হাকিম সাধন ৪২ হাজার ৬৮০ ভোট পেয়ে চেয়ারম্যান বিজয়ী হন। তার একমাত্র প্রতিন্দ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ পেয়েছেন ৪১ হাজার ৬৮০ ভোট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।