লাক্স সুপারস্টার চৈতি এখন পুরোদস্তুর সংসারী, ছেড়েছেন অভিনয়

বিনোদন ডেস্ক : লাইট, ক্যামেরা, অ্যাকশন– এক সময় প্রতিদিনই এ রকম শব্দ শুনেতেন লাক্সতারকা ইশরাত জাহান চৈতি। সেই অভিনয়ের চিরচেনা ভুবনে এখন আর নেই তিনি। আর ফিরবেনও না কোনোদিন। অভিনয় ছেড়ে দিয়ে পুরোদস্তর এখন সংসারী তিনি। স্বামীর সঙ্গে মিরপুরের ডিইউএসএইচের বাসায় বসবাস করছেন। সেখানে সুখেই কাটছে তাঁর দিনরাত।

২০১৯ সালের ৮ অক্টোবর একটি বেসরকারি বিমান সংস্থার পাইলট মাহমুদ আরাফাতের সঙ্গে ঘর বাঁধেন তিনি। বিয়ের প্রায় আড়াই মাস পর সোমবার খবরটি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। নির্বাচন কমিশনের একটি বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে আরাফাতের সঙ্গে পরিচয় হয় চৈতির। সেখান থেকে তাঁর সঙ্গে বন্ধুত্ব। পরে বিয়ের পিঁড়িতে বসেন তিনি।

চৈতি বলেন, “অভিনয় ছেড়ে দিয়েছি দুই বছর আগে। কথাটি কাউকে জানাইনি। এই প্রথম গণমাধ্যমে বলছি। দুই বছর আগে সর্বশেষ ‘মুখোশ’ নাটকের কাজের জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম। এর পর আর কোনো কাজ করিনি। সংসার নিয়েই এখন ব্যস্ত। আমাদের ঘর আলো করে এসেছে সন্তান আশয়া মাহমুদ জাহান ইনায়া। তাঁর বয়স ৭ মাস। তাকে সময় দেওয়া প্রয়োজন। ভালোই যাচ্ছে দিনকাল।”

অভিনয় ছাড়ার কারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক বছর তো কাজ করলাম। করোনায় একটি গ্যাপ হয়ে গেছে। ২০১৭ সালে আম্মুকে হারিয়েছি। এর কাছাকাছি সময়ে আব্বু ও শ্বশুরও পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আব্বু-আম্মু মারা যাওয়ার পরই মনমানসিকতার পরিবর্তন হয়েছে। তখন আমার কাছে মনে হয়েছে, পরিবারকে আরও একটু সময় দেওয়া গুরুত্বপূর্ণ। নিজের জন্যও একটু সময় দিতে চেয়েছি। আল্লাহর পথে যাওয়ার চেষ্টা করছি। সব মিলিয়ে আর কাজ করতে ইচ্ছা হয়নি।’

৩১ মে ঢাকায় জন্মগ্রহণ চৈতির। বাবা শিকদার আবদুল আলিম ও মা হোসনে আরা হালিম। তিন ভাইবোনের মধ্যে তিনিই সবার ছোট। জয়দেবপুর গভ. গার্লস স্কুল থেকে মাধ্যমিক ও গাজীপুর মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন। পরে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর গ্র্যাজুয়েশন শেষ করেছেন তিনি।

২০০৮ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারে বিজয়িনীর মুকুট ওঠে তাঁর মাথায়। ২০১১ সালে রাবেয়া খাতুনের মধুমতি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তাঁর অভিষেক হয়। এর পর আরিফিন শুভর বিপরীতে শাহাদাৎ হোসেন লিটনের পরিচালনায় ‘লাভলি’ চলচ্চিত্রে অভিনয় করেন। একই নির্মাতার ‘বয়ফ্রেন্ড ভার্সেস গার্লফ্রেন্ড’ সিনেমায়ও কাজ করেছেন। ২০১৭ সালে তিনি রবিন খানের ‘মন দেব মন নেব’ নামের একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। যদিও ‘বয়ফ্রেন্ড ভার্সেস গার্লফ্রেন্ড’, ‘মন দেব মন নেব’ চলচ্চিত্র দুটি এখনও আলোর মুখ দেখেনি।

তাঁর প্রথম টিভি নাটক ‘সাধারণ মেয়ে’। ইফতেখার ফাহমি পরিচালিত এ নাটকে তিনি অভিনয় করেন মাহফুজ আহমেদের বিপরীতে। প্রায় আড়াইশ টিভি নাটকে অভিনয় করেছেন তিনি। তাঁর অভিনীত উল্লেখযোগ্য টিভি নাটক হলো– ‘মুকিম ব্রাদার্স’, ‘ছায়াসন্ধি’, ‘মনোভঞ্জন’, ‘খেলোয়াড়’, ‘আশ্রয়’। কাজ করেছেন বিজ্ঞাপনচিত্রেও।