চ্যালেঞ্জ নিতে পছন্দ করি

বিদ্যা সিনহা মিম

বিনোদন ডেস্ক : প্রথমবারে হইচই তে দেখা যাবে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে । তার অভিনীত অ্যাকশন-থ্রিলার সিরিজ ‘মিশন হান্টডাউন’ দেখা যাবে ঈদের আগেই। সিরিজটিতে ‘নীরা’ চরিত্রে অভিনয় করছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

বিদ্যা সিনহা মিম

এই সিরিজে আরও অভিনয় করেছেন এফএস নাঈম, সুমিত সেনগুপ্ত, সরকার রওনক রিপন ও একে আজাদ সেতু।

সিরিজটির গল্পে দেখা যাবে, গ্রামের এক সাধারণ মেয়ে নীরা। সদ্য বিবাহিত স্বামী জিল্লুরকে খুঁজতে ঢাকায় এসেছেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সাহায্য চান। পুলিশ তাকে সাহায্য করতে অপারগতা প্রকাশ করে।

এরই মধ্যে মাহিদের সঙ্গে নীরার পরিচয় হয়, তারা এক সঙ্গে জিল্লুরকে খুঁজতে শুরু করেন। তারা জানতে পারে একটি সন্ত্রাসী সংগঠন দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে। এতে তাদের মিশন নতুন মোড় নেয়।

বিদ্যা সিনহা মিম বলেন, ‘ট্রেইলারে দর্শকদের প্রতিক্রিয়া দেখে ভীষণ অভিভূত। আশা করি, দর্শকরা তাদের এই ভালোবাসা সিরিজটি মুক্তির পরও দেখাবেন।’

শোবিজ ছেড়ে ধর্মীয় জীবনযাপন বেছে নিলেন জনপ্রিয় এই অভিনেত্রী

সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘কেমন চ্যালেঞ্জ নিয়েছি দর্শকরা সিরিজটি দেখে মত দেবেন।’