ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। নিজের অভিনয় দক্ষতা দিয়ে অল্পসময়ের মধ্যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় এ অভিনেত্রী। প্রায়ই বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন।
আজ চমক লিখছেন ক্রিকেট ম্যাচ নিয়ে। আজ রাতে এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। চমকের প্রত্যাশা, আজ পাকিস্তানকে হারিয়ে ফাইনালে যাবে বাংলাদেশ।
নিজের ফেসবুক পোস্টে চমক লেখেন, ‘৭১ এ হারাইছি, আজকেও হারাবো।’ এরপর তিনি উল্লেখ করে দেন, বাংলাদেশ বনাম পাকিস্তান। অর্থাৎ আজকের ম্যাচ নিয়েই এমন ভবিষদ্বানী করলেন অভিনেত্রী।
এদিকে, চমকের পোস্টে মন্তব্য করেছেন অসংখ্য অনুরাগী। কেউ লিখেছেন, ‘আজ জিতবে ইনশাআল্লাহ।
কেউ আবার পাল্টা খোঁচা দিয়ে লিখেছেন, ‘বাংলাদেশ আর পাকিস্তান এখন একই আলাদা কিছু নেই।’
উল্লেখ্য, আজ (বৃহস্পতিবার) এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। জিতলেই ফাইনাল নিশ্চিত। অন্যদিকে পাকিস্তান জিতলে তারাই যাবে ফাইনালে। প্রথম দল হিসেবে ইতোমধ্যেই ভারত পৌঁছে গেছে ফাইনালে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।