টাবুকে মাছের কাঁটা বাছতে শিখিয়েছেন চম্পা

চম্পা

বিনোদন ডেস্ক : গৌতম ঘোষের সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন ঢালিউড অভিনেত্রী চম্পা ও বলিউড অভিনেত্রী টাবু। সেসময় টাবুর সঙ্গে বেশ গভীর বন্ধুত্ব তৈরি হয়েছিল চম্পার। সম্প্রতি এক সাক্ষাৎকারে চম্পা টাবুর সঙ্গে সেই সম্পর্কের কথা জানিয়েছেন।

চম্পা

সংবাদ মাধ্যম অনুযায়ী এসময় চম্পা বলেন, ‘টাবু আমাকে বলেছে, সে বিয়ে করতে প্রচণ্ড ভয় পায়। টাবু আমার কাছ থেকে মাছ খাওয়া শিখেছে। আমাকে বলত মাছ রান্না করে দিতে। মাছ রান্না করে দিতাম আমি। মাছের কাঁটা কীভাবে বাছতে হয়, সেটাও ওকে আমি শিখিয়ে দিয়েছি। ওর সঙ্গে বন্ধুত্ব হয় ওরই আগ্রহে। ও খুব আপন করে নিয়েছিল আমাকে। শুটিংয়ের ওই দিনগুলো ছিল খুবই মধুর।’

একবার রোজায় শুটিং করছিলেন তারা। সে সময়ের অভিজ্ঞতা জানিয়ে চম্পা বলেন, ‘টাবুর সঙ্গে কথা বলার জন্য ব্যাকুল থাকতাম। গল্প করতে করতে গভীর রাত হয়ে যেত। ওর আর আমার রুম পাশাপাশি ছিল। রমজান মাস ছিল তখন। আমি রোজা রাখতাম, সেও রোজা রেখেছে আমার সঙ্গে। আমার সঙ্গে নামাজও পড়েছে। টাবু ওর মনের কথা আমার সঙ্গে শেয়ার করেছিল বিশ্বাস করে।’

এবার সাবেক প্রেমিকদের নিয়ে মুখ খুললেন ঋতাভরী

সেই শুটিং শেষ হওয়ার বহুদিন পর দিল্লিতে টাবুর সঙ্গে দেখা হয়েছিল চম্পার। দুজন দুজনকে জড়িয়ে ধরেছিলেন, চোখে ছিল পানি।