ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মর্যাদাপূর্ণ আসর চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫-২৬ মৌসুমের জন্য ৩৬ দলের মূল পর্ব চূড়ান্ত হয়েছে। প্লে-অফ পর্ব শেষে মঙ্গলবার (২৭ আগস্ট) নিশ্চিত হয়েছে শেষ ছয় দল। তাদের সঙ্গে আগেই সরাসরি মূল পর্বে জায়গা পাওয়া ৩০টি দল মিলিয়ে পূর্ণ হলো চূড়ান্ত তালিকা। এবার সবচেয়ে বেশি দল অংশ নিচ্ছে ইংল্যান্ড থেকে মোট ছয়টি ক্লাব।
প্লে-অফের দ্বিতীয় লেগে আজারবাইজানের ক্লাব কারাবাগ এফকে হেরে গেলেও, প্রথম লেগে এগিয়ে থাকার সুবাদে দ্বিতীয়বারের মতো মূল পর্বে জায়গা করে নিয়েছে তারা। ফেরেঙ্কভারোসের বিপক্ষে দুই লেগ মিলিয়ে তারা জেতে ৫-৪ অ্যাগ্রিগেটে।
পর্তুগিজ জায়ান্ট বেনফিকা ফিরেছে মূল পর্বে, জোসে মরিনিয়োর কোচিংয়ে থাকা তুরস্কের ফেনেরবাচেকে পিছনে ফেলে। দুই লেগ মিলিয়ে তারা এগিয়ে যায় ১-০ ব্যবধানে।
তবে সবচেয়ে বড় চমক এসেছে বেলজিয়ান ক্লাব ক্লাব ব্রুগ থেকে। স্কটিশ ক্লাব রেঞ্জার্সকে দুই লেগে ৯-১ ব্যবধানে বিধ্বস্ত করে তারা জায়গা পাকা করেছে চ্যাম্পিয়ন্স লিগে।
এর আগের দিন মূল পর্বে জায়গা নিশ্চিত করেছিল নরওয়ের বোডো/গ্লিমট, কাজাখস্তানের কাইরাত আলমাটি এবং সাইপ্রাসের পাফোস তিন নবাগত ক্লাব।
মূল পর্বের ৩৬ দল:
প্রিমিয়ার লিগ: ম্যানচেস্টার সিটি, লিভারপুল, চেলসি, আর্সেনাল, টটেনহ্যাম হটস্পার, নিউক্যাসল ইউনাইটেড।
লা লিগা: রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাতলেটিকো মাদ্রিদ, অ্যাথলেটিক বিলবাও, ভিয়ারিয়াল।
বুন্দেস লিগা: বায়ার্ন মিউনিখ, বায়ার লেভারকুসেন, বরুশিয়া ডর্টমুন্ড, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট।
সিরি আ: ইন্টার মিলান, আটলান্টা, জুভেন্টাস, নাপোলি।
লিগ ওয়ান: পিএসজি, মার্শেই, মোনাকো।
অন্যান্য লিগের: বেনফিকা (পর্তুগাল), ক্লাব ব্রুগা (বেলজিয়াম), পিএসভি এইন্দহোভেন (হলান্ড), আয়াক্স (হলান্ড), স্পোর্টিং সিপি (পর্তুগাল), অলিম্পিয়াকোস (গ্রিস), সিলভিয়া প্রাগ (চেক প্রজাতন্ত্র), বোডো/গ্লিমট (নরওয়ে), এফসি কোপেনহেগেন (ডেনমার্ক), গালতাসারে (তুরস্ক), ইউনিয়ন সেন্ট জিলোয়া (বেলজিয়াম), এফসি কারাবাগ (আজারবাইজান), পাফোস (সাইপ্রাস), কাইরাত আলমাটি (কাজাখস্তান)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।