খেলাধুলা ডেস্ক : ছয় ম্যাচ শেষেও ৩৬ দলের মধ্যে একমাত্র দল হিসেবে উয়েফা চ্যাম্পিয়নস লিগে শতভাগ সাফল্য ধরে রাখলো লিভারপুল। মঙ্গলবার তারা স্প্যানিশ দল জিরোনাকে হারিয়েছে ১-০ গোলে। একমাত্র গোলটি করেছেন মোহাম্মদ সালাহ।
জিরোনা টুর্নামেন্টে পঞ্চম হার দেখলো। কিন্তু লিভারপুলের ঘাম ছুটিয়েছে তারা। প্রথম অর্ধে কয়েকটি সুযোগ পেয়েছিল লিড নেওয়ার। সফরকারী কিপার আলিসন তাদের হতাশ করেন।
লিভারপুল কাউন্টার অ্যাটাক থেকে জিরোনাকে মোকাবিলা করে দমিয়ে রাখার চেষ্টা করে। কিন্তু তারা ব্রেকথ্রু পায় পেনাল্টি থেকে। লুইস দিয়াজ স্বাগতিকদের বক্সের মধ্যে ফাউলের শিকার হলে ৬৩তম মিনিটে সালাহ পেনাল্টি স্পট থেকে জাল কাঁপান। সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ ম্যাচে এটি তার ১৬তম গোল।
ছয় ম্যাচে ষষ্ঠ জয়ে লিভারপুল লিগ পর্বে ১৮ পয়েন্ট নিয়ে সবার উপরে। দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলান পাঁচ পয়েন্টে পিছিয়ে থেকে বেয়ার লেভারকুসেনের মুখোমুখি হবে। জিরোনা তিন পয়েন্ট নিয়ে ৩০তম স্থানে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।