চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ বাংলাদেশ-ভারতের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ-ভারতের সম্ভাব্য একাদশ

খেলাধুলা ডেস্ক : ভারতের বিপক্ষে কঠিন লড়াই দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। আজ দুবাইয়ে বাংলাদেশ সময় দুপুর তিনটায় মাঠে নামবে দুই দল।

বাংলাদেশ-ভারতের সম্ভাব্য একাদশ

এই ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশ-ভারতের একাদশ? ক্রিকইনফোর এক প্রতিবেদনে পাওয়া গেছে তার আভাস।

জানা গেছে, দুবাইয়ের স্পিনবান্ধব উইকেটে তিন স্পিনার খেলাতে পারে ভারত। তারা হলেন-রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল আর কুলদ্বীপ যাদব। জাসপ্রিত বুমরাহ টুর্নামেন্টের আগেই ছিটকে গেছেন। ভারতের পেস আক্রমণে থাকছেন মোহাম্মদ শামি আর আর্শদিপ সিং। পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও থাকবেন একাদশে।

অন্যদিকে বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেয়নি অভিজ্ঞ সাকিব আল হাসান আর লিটন দাসকে। তবে অভিজ্ঞ মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদ আছেন।

বিপিএলে সর্বোচ্চ রান করা তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেন করবেন সদ্যই চোট কাটিয়ে ফেরা সৌম্য সরকার। তিনে নাজমুল হোসেন শান্ত, চারে তাওহিদ হৃদয়। এরপর মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ। অলরাউন্ডার কোটায় সাত নম্বরে মেহেদী হাসান মিরাজ, লেগস্পিনার রিশাদ হোসেন আটে।

ভারতের বিপক্ষে টাইগার একাদশে থাকার কথা তিন পেসারের। তারা হলেন-তাসকিন আহমেদ, নাহিদ রানা আর মোস্তাফিজুর রহমান।

এবার ৩০ দিন পর নিজে থেকেই মুছে যাবে ফেসবুক লাইভের ভিডিও

বাংলাদেশের সম্ভাব্য একাদশতানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান।

ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ শামি, আর্শদিপ সিং।