জুমবাংলা ডেস্ক : শীতের বিদায়ের পর প্রকৃতিতে চলছে বৃষ্টির হাহাকার। নতুন জলে প্রকৃতি আবারও নতুন করে জেগে ওঠার অপেক্ষায়। আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী অবশ্য এই অপেক্ষা শিগগিরই শেষ হচ্ছে। পূর্বাভাস মতে, ফেব্রুয়ারির শেষার্ধে দেশের বিভিন্ন এলাকায় মাঝারি মানের বৃষ্টি হতে পারে। বজ্র ও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
এদিকে শনিবার (১৫ ফেব্রুয়ারি) এক বার্তায় দেশের আবহাওয়া ভিত্তিক ওয়েবসাইট আবহাওয়াডটকম জানিয়েছে আগামী ২১-২৩ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের ৬ বিভাগে মাঝারি মানের বৃষ্টি ঝরতে পারে।
আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানান, আগামী ২১, ২২ ও ২৩ ফেব্রুয়ারি রংপুর ও রাজশাহী ছাড়া অন্য ৬ বিভাগে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল বিভাগের জেলাগুলো ছাড়াও ঢাকা বিভাগের পদ্মা নদীর পশ্চিম পাশের জেলাগুলোতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তিনি আরও জানান, চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলাতেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা, খুলনা, যশোর, বাগেরহাট, বরগুনা, ভোলা, পটুয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও কুমিল্লা জেলায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।