জুমবাংলা ডেস্ক : বুধবার দুপুর থেকে মধ্যরাতের মধ্যে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।
আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, বুধবার দুপুর ৩টা থেকে মধ্যরাতের মধ্যে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে একাধিকবার কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও হালকা শিলা বৃষ্টিসহ মাঝারি থেকে ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
মোস্তফা কামাল পলাশ আরও বলেন, দিনের সবচেয়ে বেশি কালবৈশাখী ঝড় ও বজ্রপাত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার জেলার ওপর দিয়ে। দ্বিতীয় সর্বোচ্চ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে নোয়াখালী, ভোলা, বরিশাল, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী, সাতক্ষীরা, বাগেরহাট জেলার ওপর দিয়ে।
বিকেল ৪টা থেকে রাত ১০টার মধ্যে সিলেট বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও হালকা শিলা বৃষ্টিসহ মাঝারি থেকে ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে সুনামগঞ্জ ও সিলেট জেলায় ও সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টার মধ্যে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা বেশি।
মোস্তফা কামাল পলাশ বলেন, দুপুর সাড়ে ৩টা থেকে রাত ৮টার মধ্যে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও হালকা শিলা বৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে।
এছাড়া সন্ধ্যার পর থেকে ভোররাত পর্যন্ত রাজশাহী ও রংপুর বিভাগের কোনো কোনো জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।