জুমবাংলা ডেস্ক : পটুয়াখালীর বাউফলে জেলেদের ওপর হামলার ঘটনায় কালাইয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম এমদাদকে (৫৫) গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর আড়াইটায় পৌর শহরের হাসচ দালাল মার্কেট থেকে তাকে গ্রেফতার করে যৌথবাহিনী।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৫অক্টোবর) ৩০ হাজার টাকা চাঁদা না পেয়ে বিএনপি নেতা মঞ্জুরুল আলম এমদাদের ছেলে রিজভির নেতৃত্বে ২৫-৩০ জন ধারালো অস্ত্রসহ জেলেদের ওপর হামলা চালায়। এসময় জাফর, মনির ও দেলোয়ারসহ কয়েক জেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে অভিযুক্তরা।
এ ঘটনায় মনির হোসেন বাদি হয়ে ওই দিন রাতেই ২৪ জনের বিরুদ্ধে বাউফল থানায় একটি মামল দায়ের করেন। মামলায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি রিজভিকে ১ নং আসামি ও মঞ্জুরুল আলম এমদাদকে ২ নম্বর আসামি করা হয়।
সৃজিতের সঙ্গী সাপ, মিথিলার কন্যা: শিল্পীদের দাম্পত্য টেকে না কেন
এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, থানার নিয়মিত মামলায় পুলিশ তাকে গ্রেফতার করেছে। এ সময় সেনা সদস্যরা পুলিশকে সহযোগিতা করেছে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।