জুমবাংলা ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নে দুর্গম চরাঞ্চল দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে চাঁদা না পেয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ইউনুছ আলী এরশাদ (৩৯) নামে একজন নিহত হয়েছেন। এসময় তাকে রক্ষা করতে গিয়ে আরও তিনজন আহত হন।
বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের একটি হাসপাতালে মারা যান এরশাদ। এর আগে দুপুরে দিয়ারা বালুয়া গুচ্ছগ্রাম ঘাটে তার ওপর হামলা হয়।
নিহত ইউনুছ আলী এরশাদ চরফকিরা ইউনিয়নের দিয়ারা বালুয়া গুচ্ছগ্রাম ৯নং ওয়ার্ডের রইছল হকের ছেলে। অন্যদিকে আহতরা হলেন- নিহতের ছোট ভাই জহির (৩৫), ফরহাদ (২৪), নিজাম (২৬)।
নিহতের ছোট ভাই সামছুদ্দিন জানান, দিয়ারা বালুয়া গুচ্চগ্রাম এলাকার নেজাম, তারেক, সুজন, ওবায়েদ, নুরনবী রিমনের নেতৃত্বে ১৫-২০ সন্ত্রাসী নিহত ইউনুছ আলী এরশাদের লিজ নেওয়া জমি দখল করতে যায়। এতে বাধা দিলে এরশাদের কাছে তারা মোটা অঙ্কের চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা দিতে রাজি না হওয়ায় সন্ত্রাসীরা জমি দখল করার চেষ্টা করে।
এসময় এরশাদ তাদেরকে বাধা দিলে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করলে তার নাড়িভুড়ি বের হয়ে যায়। পরে এরশাদের ভাই জহির, ফরহাদ ও নিজাম তাকে উদ্ধার করতে গেলে তাদের ওপরও হামলা করে সন্ত্রাসীরা। এরপর তাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। গুরুতর আহত এরশাদকে নোয়াখালী থেকে চট্টগ্রামে নেওয়ার পথে সে মারা যায়। এঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, এ ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।