স্পোর্টস ডেস্ক : আর মাত্র একদিন পরই মিরপুর শেরেবাংলায় নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের প্রথম দুই ম্যাচে টাইগারদের সঙ্গে থাকছেন না প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তার স্থলবর্তী হিসেবে থাকবেন সহকারী কোচ নিক পোথাস।
এশিয়া কাপের পর পারিবারিক কারণে ছুটি নিয়েছেন হাথুরুসিংহে।
আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘যেহেতু তার স্ত্রীর একটা বড় সার্জারি আছে। হাথুরুসিংহে দুইটা ওয়ানডেতে থাকবে না। যেহেতু তার স্ত্রীর সার্জারি আছে, ২৫ সেপ্টেম্বর আসবে। ২৬ সেপ্টেম্বর যোগ দেবে। এই সময়ে আমরা নিক পোথাসকে নিয়োগ দিয়েছি।’
২১ সেপ্টেম্বর বেলা দুইটায় শুরু হবে প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ২৩ ও ২৬ সেপ্টেম্বর। তাই শেষ ওয়ানডেতে হাথুরুসিংহেকে পাবেন তামিম-লিটনরা।
ভারতের জামাই হতে পারতেন ইমরান খান, এই সুন্দরীর সাথে বিয়ে ঠিকও হয়েছিল
উল্লেখ্য, আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্বকাপ খেলতে টাইগারদের ভারতে যাওয়ার কথা আছে। এর মধ্যেই বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণার কথা আছে বিসিবির। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপের আসর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।