চাঁদপুর মাছঘাটে বেড়েছে ইলিশের সরবরাহ। গত তিনদিনে গড়ে অন্তত ৬শ মন মাছ এসেছে এই ঘাটে। ছোট মাছের সরবরাহ বেশি। তবে, দাম কমেনি তেমন। যদিও ভরা মৌসুম অনুযায়ী ইলিশের সরবরাহ এখনও পর্যাপ্ত নয়; বলছেন ব্যবসায়ী নেতারা।
শনিবার (৯ আগস্ট) সরেজমিন দেখা গেছে, দীর্ঘদিন পর ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে মুখর চাঁদপুর মাছঘাট। কয়েকদিন ধরেই দৈনিক ৫-৬শ মন ইলিশ আসছে মাছঘাটে। তাই বেড়েছে কর্মব্যস্ততা।
তবে ঘাটে আসা বেশিরভাগ ইলিশ-ই ছোট আকারের। তাই বড় ইলিশের চেয়ে ছোটগুলোর দাম অনেকটাই কম।
যদিও ক্রেতাদের অভিযোগ, যোগানের সাথে দামের অনেক ব্যবধান। যা আরও কম হওয়ার কথা। যদিও আগের তুলনায় কেজি প্রতি দাম কমেছে ২-৩শ টাকা।
অবশ্য ব্যসায়ী নেতারাও বলেন, ভরা মৌসুমে যে মাছ আসছে সে হিসেবে ছয়শ’ মন অনেক কম। তাই দামের উপর খুব বেশি প্রভাব পড়ছে না।
বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, বর্তমানে ৫শ থেকে ৮শ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১৫শ থেকে ২ হাজার টাকা কেজিতে। আর এক কেজির উপর হলেই দাম উঠছে আড়াই হাজারের ওপরে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।