বিনোদন ডেস্ক : দুইশ কোটি রুপির আর্থিক কেলেঙ্কারির মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর বর্তমানে জেলে। যে মামলায় নাম জড়িয়েছিল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের।
জানা যায়, প্রেমের সম্পর্ক ছিল দুজনের মধ্যে। প্রায়ই জ্যাকলিনকে চিঠি লেখেন সুকেশ চন্দ্রশেখর। জেলে বসেই প্রেমিকা জ্যাকলিনের উদ্দেশে আবারও চিঠি লিখেছেন সুকেশ চন্দ্রশেখর। ফিল্মফেয়ারে জ্যাকলিনের পারফরম্যান্সের প্রশংসা করেন।
জ্যাকলিনের উদ্দেশে লিখেছেন: ‘২৮ এপ্রিল অনুষ্ঠিত ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে তোমার পারফরম্যান্স ছিল সেরা। তুমি সব থেকে সেরা। তোমাকে দেখে আমি মুগ্ধ, আবারও তোমার প্রেমে পড়েছি। আমার জীবনে তোমাকে পেয়ে আমি ধন্য। তোমাকে আমি অনেক মিস করছি। আর তোমার জন্মদিনেও একটা বড় উপহার আছে। খুব ভালোবাসি তোমায়।’
প্রসঙ্গত প্রচুর ধনদৌলত থাকায় বলিউড অভিনেত্রীদের প্রভাবিত করার চেষ্টা করতেন সুকেশ। তার এই ফাঁদে জড়িয়ে পড়েন জ্যাকলিনও। যদিও অস্বীকার করার উপায় নেই যে, জ্যাকলিনের ‘স্বপ্নের পুরুষ’ ছিলেন সুকেশ! ২০০ কোটি রুপির মামলায় এমনটাই তদন্ত করে জানতে পারেন তদন্তকারীরা। সুকেশের সঙ্গে আর্থিক প্রতারণার মামলায় নাম জড়ানোর পর ভারতীয় তদন্ত সংস্থা ইডি তলব করেছিল অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে।
শুধু তা-ই নয়, সুকেশের সঙ্গে সম্পর্কিত অনেককেই থানায় হাজিরা দিতে ডেকেছিল দিল্লির আর্থিক অপরাধ দমন শাখা। সেখানে দফায় দফায় জিজ্ঞাসাবাদের ও তদন্তের মধ্যেই ৩৭ বছর বয়সী জ্যাকলিনের অন্তর্বর্তী জামিনের আবেদন করলে তার আবেদন মঞ্জুর হয়।
শুধু জ্যাকলিন নয়, টানা ৭ ঘণ্টা জেরা করা হয় নোরাকে ফাতেহিকেও। আগের একটি চার্জশিটে ইডির তরফে বলা হয়েছিল যে জ্যাকলিন এবং নোরা ফতেহি সুকেশ চন্দ্রশেখরের থেকে বিএমডব্লিউ গাড়ি এবং অন্যান্য উপহার পেয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।