বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দীর্ঘ ৪০ দিনের অপেক্ষার শেষে ২৩ আগস্ট নির্ধারিত সময় সন্ধ্যা ৬:০৪ মিনিটের কিছু আগে চাঁদের মাটিতে অবতরণ করে চন্দ্রযান ৩। ল্যান্ডার বিক্রমের এমন সফল অবতরণ ভারতের ১৪০ কোটির বেশি মানুষের আশা পূরণ করে। দেশবাসী যাতে এমন বিরল মুহূর্তের সাক্ষী থাকতে পারে জন্য ইসরোর তরফ থেকে পুরো প্রক্রিয়ার লাইভ টেলিকাস্ট করার বন্দোবস্ত করেছিল।
বুধবার অবতরণ করার ঠিক কয়েক মুহূর্ত আগে থেকে সেই লাইভ স্ট্রিমিং দেখার জন্য দেশ-বিদেশের মানুষ উঠে পড়ে লাগেন। কোটি কোটি মানুষ বিভিন্ন প্রান্ত থেকে চন্দ্রযান ৩ এর অবতরণ দেখেন। সফলভাবে অবতরণ হওয়ার সঙ্গে সঙ্গেই আনন্দে আত্মহারা হয়ে ওঠেন দেশের মানুষ।
চারদিকে শুরু হয় নাচ গান ভারতের জয়ধ্বনি। কেনই বা হবে না, এই মিশনে ভারত যেমন বিশ্বের চতুর্থ দেশ হিসাবে চাঁদে সফলভাবে অবতরণ করল, ঠিক সেই রকমই বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করল।
অন্যদিকে ইসরোর তরফ থেকে যে লাইভ টেলিকাস্ট করা হয় সেই লাইভ টেলিকাস্ট এবং তাদের ভিডিও বাদেও বৃহস্পতিবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হতে দেখা যাচ্ছে। ভাইরাল হওয়া ওই ভিডিওটি অন্য কোন কৃত্রিম উপগ্রহ থেকে তোলা তার স্পষ্ট। যে ভিডিওটিতে দেখা যাচ্ছে, ল্যান্ডার বিক্রম ধীরে ধীরে মহাকাশ থেকে চাঁদের মাটির দিকে এগিয়ে যাচ্ছে।
Here is how the Lander Imager Camera captured the moon's image just prior to touchdown. pic.twitter.com/PseUAxAB6G
— ISRO (@isro) August 24, 2023
ভিডিওটিতে দেখা যাচ্ছে, ল্যান্ডার বিক্রম চাঁদের দিকে এগিয়ে যাওয়ার সময় চাঁদের মাটিতে প্রচুর ধুলোবালি উড়ছে। ঠিক যেমন হেলিকপ্টার কোথাও ল্যান্ডিং করার সময় ঘটে থাকে। এর কিছুক্ষণের মধ্যেই সেই ধুলোবালির ঝড় থেমে যায় এবং ধীরে ধীরে সফলভাবে চাঁদের মাটিতে ল্যান্ডিং করে বিক্রম। বৃহস্পতিবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি এখন আলাদাভাবেই ঝড় তুলেছে। মাত্র ৫৯ সেকেন্ডের এই ভিডিওটি মানুষের মন জয় করে নিয়েছে।
যারা সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি আপলোড করছেন তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে, এটি নাকি নাসার তরফ থেকে চন্দ্রযান ৩ এর ল্যান্ডার বিক্রমের ল্যান্ডিং মুহূর্ত ক্যামেরাবন্দি করা হয়েছিল। তবে এই ভিডিওটি সত্যিই নাসার তরফ থেকে ক্যাপচার করা হয়েছে কিনা তা সম্পর্কে কোন অফিসিয়াল ঘোষণা করা হয়নি।
সুতরাং ভিডিওটি মানুষের মন জয় করলেও এর সত্যতা নিয়ে প্রশ্ন উঠছে। যতক্ষণ না পর্যন্ত নাসার তরফ থেকে এই ভিডিও নিয়ে কোন অফিশিয়াল ঘোষণা করা হয় ততক্ষণ এটিই আসল ভিডিও তা বলা যাবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।