আন্তর্জাতিক ডেস্ক : ইতালিতে টানা ১০ বছর বৈধভাবে বসবাস করার পর নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়ায় পরিবর্তন এনে এই সময়সীমা ৫ বছর করার দাবি জানিয়ে আসছিলো দেশটিতে বসবাসরত অভিবাসীরা।
এর ধারাবাহিকতায় এবার এক গণভোট আয়োজনের পক্ষে রায় দিয়েছে পশ্চিম ইউরোপের এ দেশটির সর্বোচ্চ আদালত।
স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির আইন মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
এতে বলা হয়েছে, ইতালির নাগরিকত্ব আইন পরিবর্তনের বিষয়ে একটি গণভোটের অনুমতি দেওয়া হল। চলতি বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে এ গণভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন হবে।
এ বিষয়ে দেশটির অভিবাসন বিষয়ে অভিজ্ঞ আইনজীবী সারা অকিপিন্তি বলেন, “১৯৯২ সালের ১৫ ফেব্রুয়ারি প্রকাশ হওয়া ইতালির নাগরিক আইনের অনুচ্ছেদ ৯ এর ১-এ বলা হয়েছে, তৃতীয় দেশ বা নন-ইউরোপীয়ান দেশের নাগরিকরা টানা ১০ বছর দেশটিতে রেসিডেন্সি নিয়ে বসবাস করার পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। পরে আরও ৩-৪ বছর যাচাই-বাছাই শেষে নাগরিকত্ব প্রদান করে দেশটি।”
তবে এ নিয়মের বিরোধিতা করে ১০ বছরের পরিবর্তে ৫ বছরে নামিয়ে আনার জন্য বেশকয়েক বছর ধরে আন্দোলন করে আসছিলো দেশটিতে বসবাসরত অভিবাসীরা। এতে দীর্ঘদিন পর দেশটির সর্বোচ্চ আদালত অভিবাসীদের দাবি আমলে নিয়ে গণভোটের পক্ষে রায় দিলো। তবে এখন পর্যন্ত এ নিয়মের বিষয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি।
এ বিষয়ে সারা অকিপিন্তি আরো বলেন, “আদালতের সিদ্ধান্ত অনুযায়ী গণভোটে যদি ১০ বছরের পরিবর্তে ৫ বছর করার পক্ষে ‘হ্যাঁ ভোট’ বেশি পড়ে, তাহলে এ আইন সংশোধিত হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে।”
এ বিষয়ে অভিবাসন বিশেষজ্ঞ ইতালি প্রবাসী মাহফুজুর রহমান বলেন, “একটি দেশের নাগরিকত্ব আইন পরিবর্তন করা বেশ কঠিন। তবে যদি সময় সংশোধন করে ৫ বছরে আনা হয়, তাহলে আমাদের সবার জন্য ভালো হবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।