আন্তর্জাতিক ডেস্ক : ভারতের চেন্নাইয়ের মেরিনা বিচে বিমানবাহিনীর এয়ার শো দেখতে গিয়ে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে অন্তত একজন হিট স্ট্রোকে মারা গেছেন বলে জানায় চিকিৎসকেরা। রোববার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।
প্রতিবেদনে বয়া হয়, ৯২তম বিমানবাহিনী (আইএএফ) দিবস উদ্যাপন উপলক্ষে এই এয়ার শোর আয়োজন করা হয়। এই শো দেখতে স্থানীয় সময় রোববার সকাল ১১টার আগে, মেরিনা সৈকতে উৎসুক জনতা জড়ো হয়। সূর্যের প্রচণ্ড খরতাপ থেকে বাঁচতে অনেকে ছাতা নিয়ে হাজির হন।
তবে, বিপুল সংখ্যক মানুষের ভিড়ে পানিশূন্যটা ও হিট স্ট্রোকে ওই তিনজন দর্শক মারা যান বলে জানান চিকিৎসকরা। এয়ার শো দেখতে সমুদ্র সৈকতে প্রায় ১৫ লাখ মানুষ জড়ো হয়েছিল। এ নিয়ে তৃতীয়বারের মতো দিল্লির বাইরে এবং দক্ষিণ ভারতে প্রথমবারের মতো এয়ার শো করলো ভারতীয় বিমানবাহিনী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।