জুমবাংলা ডেস্ক : সিরাজগঞ্জের বেলকুচিতে চাঞ্চল্যকর মা ও দুই শিশু সন্তানকে হত্যা মামলায় আইয়ুব আলী সাগর নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই রায় প্রদান করেন। মৃতুদণ্ডপ্রাপ্ত আইয়ুব আলী সাগর জেলার উল্লাপাড়া উপজেলার নন্দিগাতি গ্রামের মোকছেদ আলীর ছেলে।
জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী আব্দুর রহমান জানান, ২০২২ সালের ২৮ অক্টোবর রাতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মবুপুরে সৎ খালা রওশন আরার বাড়িতে বেড়াতে আসে সাগর। ঋণগ্রস্থ যুবক সাগর রাতে সবাই ঘুমানোর পরে খালার বাড়ির ট্রাংক থেকে চুরির চেষ্টা করলে দেখে ফেলে রওশন আরা।
এ সময় রওশনারা ও তার দুই সন্তানকে হত্যা করে পালিয়ে যায় আইয়ুব আলী। ঘটনার দুই দিন পর নিহতদের অর্ধগলিত লাশ উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে রওশন আরার ভাই নুরুজ্জামানের দায়ের করা মামলায় আদালত এই সাজা প্রদান করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।