বিনোদন ডেস্ক : জয়া আহসান ও আজমেরী হক বাঁধন—এ বছরই দুই অভিনেত্রীর অভিষেক হলো বলিউডে। বছর শেষে পুরো বছরের খেরো খাতা তৈরিতে ব্যস্ত বলিউড। সেই খেরো খাতায় ছাপ রাখতে পেরেছেন বাংলাদেশের দুই অভিনেত্রীই। বিস্তারিত পড়ুন প্রতিবেদনে
বহির্বিশ্বে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে আগেই বেরিয়েছেন জয়া আহসান।
তাঁর পিছু পিছু আরেকজন বাংলাদেশি অভিনেত্রী আন্তর্জাতিক অঙ্গনে দেশের নাম উজ্জ্বল করছেন—আজমেরী হক বাঁধন। কাকতালীয়ভাবে এ বছরই দুজনের অভিষেক হলো বলিউড ছবিতে। বছর শেষে পুরো বছরের খেরো খাতা তৈরিতে ব্যস্ত বলিউড।
সেই খেরো খাতায় ছাপ রাখতে পেরেছেন বাংলাদেশের দুই অভিনেত্রীই।
সিনেমাবিষয়ক জনপ্রিয় সর্বভারতীয় প্ল্যাটফরম ‘ফিল্ম কম্পানিয়ন’-এর করা ‘কুলেস্ট হিরোইনস অব দ্য ইয়ার’-এ পাঁচজনের তালিকায় জায়গা করে নিয়েছেন বাঁধন। শনিবার হিন্দুস্তান টাইমস প্রকাশ করে ‘আউটস্ট্যান্ডিং অন ওটিটি : ব্রেকআউট পারফরম্যান্স’ শিরোনামের একটি প্রতিবেদন। সেখানে প্রথম নামটিই জয়া আহসানের।
ঢালিউডের পর টালিগঞ্জে এক দশক পার করেছেন জয়া।
পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দেশে, ভারতে জি সিনে অ্যাওয়ার্ড, ফিল্মফেয়ার তো পেয়েছেনই, দিয়েছেন একের পর এক হিট ছবি। অন্যদিকে ‘রেহানা মরিয়ম নূর’ দিয়ে কান উৎসব, এশিয়ান প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে রীতিমতো চমকে দিয়েছেন বাঁধন।
বিশাল ভরদ্বাজের মতো পরীক্ষিত ও নন্দিত পরিচালকের ছবিতে সুযোগ পাওয়াটাই বড় ব্যাপার। সহশিল্পী হিসেবে পেয়েছেন টাবু, আলী ফজল, আশীষ বিদ্যার্থীর মতো নামি শিল্পীদের।
৫ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পায় ‘খুফিয়া’ ছবিটি। টাবুর সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছেন বাঁধন। তারই প্রতিফলন দেখা গেল ফিল্ম কম্পানিয়নের তালিকায়।
নারীকেন্দ্রিক ছবির পাঁচ অভিনেত্রীর তালিকায় বাঁধনের স্থান দ্বিতীয়। তাঁর আগে আছেন দক্ষিণ ভারতীয় ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। বছরের সবচেয়ে ব্যবসাসফল ছবি ‘জওয়ান’-এ অভিনয়ের জন্য কুলেস্ট হিরোইনের খেতাব পেয়েছেন নয়নতারা। বাঁধনের পর তালিকার বাকি তিনজন কঙ্কণা সেনশর্মা [মুম্বাই ডায়েরিজ], মোনা সিং [কালা পানি] ও ডিম্পল কাপাডিয়া [সাস-বহু অওর ফ্ল্যামিঙ্গো]।
তালিকায় বাঁধনের অন্তর্ভুক্তি করে ফিল্ম কম্পানিয়ন লিখেছে, ‘খুফিয়া’য় টাবুর ওপর থেকে দৃষ্টি ফেরানো কঠিন। সিনেমাটিতে হিনা রহমান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। এ চরিত্রে বাঁধনের আকর্ষণীয় ও রহস্যময় পারফরম্যান্স থেকেও চোখ সরানো দায়।
‘খুফিয়া’র শুটিংয়ে সহশিল্পী টাবুর সঙ্গে বাঁধন
ফিল্ম কম্পানিয়নের এই তালিকায় নিজের নাম দেখে বাঁধন খুশি তো হয়েছেন, একই সঙ্গে অবাকও হয়েছেন। বলেন, ‘অনুপমা চোপড়ার [ফিল্ম কম্পানিয়ন প্রধান] মতো এত বড় ফিল্ম সমালোচক আমার কাজকে পছন্দ করেছেন, তাতে আমি অবাকই হয়েছি। তাঁর সমালোচনা আমার বরাবরই ভালো লাগে। তাঁর করা তালিকায় বড় বড় অভিনেত্রীর সঙ্গে আমাকে রাখা হয়েছে! অবাক হব না? ভালোও লেগেছে।’
তালিকাটা দেখার পর বাঁধন বিশাল ভরদ্বাজকে মুঠোফোনে মেসেজ পাঠিয়েছেন। কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের জাতীয় পুরস্কার পাওয়া এই চলচ্চিত্রকারের প্রতি।
বাঁধনের মতো জয়ার অভিষেক ছবিও মুক্তি পেয়েছে ওটিটিতে। ‘পিঙ্ক’খ্যাত অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘কড়ক সিং’-এ অভিনয় করেছেন জয়া। জি ফাইভে ছবিটি মুক্তি পায় ৮ ডিসেম্বর। এখানে জয়ার সহশিল্পী তারকা অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। আরো আছেন সানজানা সাঙ্ঘি, পার্বতীর মতো জনপ্রিয় মুখ। ছবিতে জয়ার উপস্থিতি খুব বড় না হলেও চরিত্রের গুরুত্ব বেশ। থ্রিলারটিতে নয়না চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছেন বাংলাদেশি এই অভিনেত্রী। তার পুরস্কারও পেলেন ভারতের প্রভাবশালী গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের কাছ থেকে। এ বছর মুক্তি পাওয়া ওয়েব কনটেন্টের মধ্য থেকে সেরা পারফরম্যান্সের একটি তালিকা করেছে গণমাধ্যমটি। শনিবার প্রকাশিত সেই ‘আউটস্ট্যান্ডিং অন ওটিটি : ব্রেকআউট পারফরম্যান্স’ তালিকার প্রথম নামটিই জয়া আহসানের। সবচেয়ে বড় ছবিটিও তাঁর। তালিকায় জয়ার পর নাম এসেছে আম্রুতা সুভাষ [লাস্ট স্টোরিজ ২], চিন্তন আর [রাচ ক্লাস], সুভিন্দর পাল [ভিকি কোহরা], রাজশ্রী দেশপাণ্ডে [ট্রায়াল বাই ফায়ার], সুকান্ত গোয়েল [কালা পানি], ভুবন আরোরা [ফারজি], সিদ্ধান্ত গুপ্তা [জুবিলি] ও গগব দেব রায়ার [স্ক্যাম ২০০৩]।
গোয়া চলচ্চিত্র উৎসবে সহশিল্পী পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে জয়া আহসান
ব্রিফকেসের স্টাইলে ভাঁজ করা যায় হোন্ডার এই ইলেকট্রিক স্কুটার
এই সংবাদ নিজের ফেসবুকে শেয়ার করে জয়া আহসান জানিয়েছেন, তিনিও সারপ্রাইজড হয়েছেন। সঙ্গে দুটো লাভ ইমোজিও দিয়েছেন। হিন্দুস্তান টাইমসে ছাপা হয়েছে ‘কড়ক সিং’ নিয়ে জয়ার বক্তব্যও। জয়া সেখানে বলেন, ‘এটা পরিচ্ছন্ন এবং বিভিন্ন ধাপের একটি চরিত্র। তবে চরিত্রটা আমার স্বাচ্ছন্দ্যের বাইরের। চরিত্রটা যদি দর্শকের ভালো লাগে সেটা আমার কাছে অবশ্যই অনেক বড় ব্যাপার। কেউ কেউ বলেছেন, আমার পর্দা উপস্থিতি আরেকটু বেশি হতে পারত, তবে আমার মনে হয় চরিত্রটা বেশ শক্তিশালী। আমি এখন এ রকমই নতুন কিছুর খোঁজে আছি।’
সূত্র : কালেরকণ্ঠ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।