আন্তর্জাতিক ডেস্ক : ছারপোকার দল এর আগে ঘুম উড়িয়েছিল ফ্রান্সের। এবার এই রক্তখেকোরা হানা দিয়েছে দক্ষিণ কোরিয়ায়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস থেকে সিনেমা হল, রেল স্টেশন সর্বত্র তাদের অবাধ বিচরণে অতিষ্ঠ হয়ে উঠেছেন সে দেশের নাগরিকরা। এই ছারপোকা বাহিনীকে সমূলে উৎখাত করতে অভিযান শুরু করল সিউল।
সিএনএন সূত্রে খবর, গত অক্টোবর মাসের শেষ থেকে ছারপোকার তাণ্ডবের অন্তত ৩০টি ঘটনা সরকারের নজরে এসেছে। কিন্তু এখন এই ক্ষুদ্র জীবদের উৎপাত বিভিন্ন জায়গায় ব্যাপক হারে বেড়ে গেছে। সিনেমা হল, ট্রেনের আসন, এমনকি বিশ্ব বিদ্যালয়ের ছাত্রাবাস। এই ভয়ানক কীটের আক্রমণে রাতের ঘুম উড়ে গিয়েছে সকলের। যার কারণে দক্ষিণ কোরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে চার সপ্তাহ ধরে ছারপোকা-দমন অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। রক্তখেকোদের নিধনযজ্ঞে শুরু হয়েছে পেস্ট কন্ট্রোল। এই কাজের জন্য প্রায় দু’কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রশাসনের থেকে বলা হয়েছে, গণপরিবহণ ও সিনেমা হল যথাসম্ভব এড়িয়ে চলতে।
উল্লেখ্য, ছারপোকার বাড়বাড়ন্তে নাজেহাল হতে হয়েছে ফ্রান্স ও ব্রিটেনকে। গত অক্টোবর মাসেই এই পোকাদের উপদ্রবে নাজেহাল হতে হয় ফরাসিদের। ট্রেন-বাস-মেট্রো, এমনকি ফরাসিদের প্রাণাধিক প্রিয় থিয়েটার ও সিনেমা হলেও হানা দেয় রক্তখেকোরা। বন্ধ করে দিতে হয় মার্সেই ও লিওঁ শহরের দুটি স্কুলও। এবার ছারপোকাদের চারণক্ষেত্রের তালিকায় নাম লেখাল দক্ষিণ কোরিয়া।
সূত্র : সংবাদ প্রতিদিন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।