জুমবাংলা ডেস্ক : মাদারীপুরে গরম ও লোডশেডিংয়ের কারণে তিন হাজার টাকার চার্জার ফ্যানের দাম বেড়ে বিক্রি হচ্ছে সাড়ে ৮ হাজার টাকায়। বিক্রেতাদের দাবি, চাহিদামতো পণ্য না পাওয়ায় বেড়ে গেছে দাম। অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার কথা জানালো জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
দুই থেকে তিনগুণ দাম বাড়ায় চার্জার লাইট ও আইপিএস এখন ক্রেতাদের ধরাছোঁয়ার বাইরে।
সরেজমিনে দেখা গেছে, জেলার জাজিরা গ্রামের নজর আলী সরদারের ছেলে শান্ত হোসেন। শহরের পুরানবাজারের খান ইলেকট্রনিকসের দোকান থেকে সাড়ে ৮ হাজার টাকা দিয়ে কিনেন একটি চার্জার ফ্যান। তার অভিযোগ, সপ্তাহের ব্যবধানে ফ্যানের দাম বেড়ে গেছে দুই থেকে তিনগুণ। শুধু শান্তই নন। বাজারে চার্জার ফ্যান, চার্জার লাইট ও আইপিএস কিনতে আসা অধিকাংশ ক্রেতাদের অভিযোগ এটি।
তীব্র গরম ও লোডশেডিংয়ের কারণে চাহিদা বেড়েছে এসব পণ্যের। এ সুযোগকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়েছে দুই থেকে আড়াইগুণ; আবার কোথায়ও দাম নেয়া হচ্ছে তিনগুণ। এ জন্য সিন্ডিকেটকেই দায়ী করছেন ক্রেতারা।
জেলার ৫টি উপজেলাতে ছোটবড় মিলিয়ে ৩শ ইলেকট্রনিকস দোকানে বিক্রি করা হয় চার্জার ফ্যান, চার্জার লাইট ও আইপিএস। গত দুমাসে অভিযান চালিয়ে বিভিন্ন দোকানিকে ৩ লাখ টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
আরও পড়ুন: লোডশেডিং পরিস্থিতির উন্নতিতে নতুন পরিকল্পনা
বিক্রেতাদের দাবি, চাহিদা বেশি থাকায় দেখা দিয়েছে পণ্যের সংকট, তাই বেড়ে গেছে দাম।
ভোক্তা অধিদফতরের এক কর্মকর্তা জানান, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত মাঠে চলছে অভিযান।
কয়েকজন ক্রেতা বলেন, এক সপ্তাহ আগে যে ফ্যানের দাম ছিল ২৫০০/৩০০০ টাকা, সেই ফ্যান এখন বিক্রি হচ্ছে সাড়ে ৮ হাজার টাকায়। কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে এ দাম বাড়িয়েছে। এটার প্রতিকার হওয়া দরকার।
শহরের পুরানবাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, হঠাৎ কয়েকদিন ধরে চার্জার ফ্যানের চাহিদা বেড়েছে। তাই রাজধানী ঢাকার পাইকারি মার্কেটেও সংকট দেখা দিয়েছে এ ফ্যানের। এতে বাড়তি দামে ফ্যান কিনে, বেশি দামেই বিক্রি করতে হচ্ছে। ঢাকা থেকে দাম কমালে, জেলা শহরে এমনিতেই দাম কমে যাবে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান পরিচালনা করা হচ্ছে। জরিমানাও আদায় করা হচ্ছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছেমতো দাম নিচ্ছে। শুধু একজন জনবল দিয়ে এ অভিযান পরিচালনা করে কারসাজি রোধ করা সম্ভব নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।