বিনোদন ডেস্ক : দুষ্টু ছবির নায়িকা পুনম পাণ্ডের কি ‘পালে বাঘ পড়েছে দশা’? তাঁর চেষ্টায় কোনও খামতি নেই। প্রত্যেক বার তিনি খেটেখুটে চিত্রনাট্য বানান। সেই চিত্রনাট্য মেনে সঙ্গীসাথিদের নিয়ে মশলাদার কিস্সা-ও তৈরি করেন। কপাল খারাপ, তাঁর তৈরি প্রত্যেকটি ঘটনা ফাঁস হয়ে যায়! তা সে ক্যানসারে আক্রান্ত হওয়ার গল্পই হোক কিংবা হালফিলের চুম্বন-কাণ্ড। পুনমকে এক পুরুষ অনুরাগী জোর করে চুম্বন করতে চেয়েছেন। এই খবর ছড়ানোর কিছু ক্ষণের মধ্যেই পাল্টা খবর, শোরগোল ফেলা নতুন ঘটনাও নাকি পূর্বপরিকল্পিত! সে প্রসঙ্গে ছবিশিকারিরা প্রশ্ন করাছিলেন আর এক অভিনেত্রী শার্লিন চোপড়াকে। জবাবে তিনি পুনমকে ব্যঙ্গ করেছেন। মনে করিয়ে দিয়েছেন তাঁর ‘ক্যানসারে আক্রান্ত’ হওয়ার ঘটনা।
দিন কয়েক আগের কথা। সমাজমাধ্যমে ভাইরাল একটি ঝলক। যেখানে নিজস্বী তোলার অনুরোধ জানানোর পরেই পুনমের গালে জোর করে চুম্বনের চেষ্টা করেন এক পুরুষ অনুরাগী। স্বাভাবিক ভাবেই সেই ঝলক দেখে বিরক্ত নেটাগরিকেরা। অভিনেত্রীর প্রতি তাঁদের সহানুভূতি তৈরি হয়েছিল। ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আরও একটি ঝলক প্রকাশ্যে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই অভিযুক্ত আদতে অভিনেতা এবং পুনমের পরিচিত।
সঙ্গে সঙ্গে গুঞ্জন, এ বারেও কি ভাইরাল হওয়ার জন্য আরও একটি ‘গল্প’ ফাঁদলেন পুনম?
বলিউডে, সমাজমাধ্যমে যখন এই প্রশ্ন উঠেছে তখনই ছবিশিকারিরা মুখোমুখি শার্লিনের। সুযোগের সদ্ব্যবহার করে সঙ্গে সঙ্গে তাঁরা প্রশ্ন করেন দ্বিতীয় অভিনেত্রীকে, পুনমের এই কাণ্ডও কি ‘স্ক্রিপ্টেড’? শার্লিন অবশ্য সরাসরি কোনও জবাব দেননি। গম্ভীর মুখে পাল্টা প্রশ্ন করেন, “ও বেচারি মরে গিয়েছে না? আপনারা ঠিক জানেন, ও বেঁচে? না কি আমার সঙ্গে রসিকতা করছেন!” শার্লিনের এই ব্যঙ্গ ক্যামেরার সামনে আছড়ে পড়তেই উপস্থিত চিত্রসাংবাদিকেরা বুঝতে পারেন, ঠিক কোন দিকে ইঙ্গিত করলেন অভিনেত্রী। শার্লিন তত ক্ষণে নিজের রসিকতায় বুঁদ। দিলখোলা হাসিতে গড়িয়ে পড়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।