জুমবাংলা ডেস্ক : পরীক্ষামূলকভাবে চাষ শুরু হলেও ইতোমধ্যে নতুন সম্ভাবনার হাতছানি দিচ্ছে উচ্চমূল্যের কাজু বাদাম ফসলটি। কাজু বাদামের বাম্পার ফলনে হাসি ফুটেছে চাষিদের মুখে।
শেরপুর জেলার পাহাড়ে চাষ হচ্ছে উচ্চমূল্যের কাজু বাদাম। জেলার গাড়ো পাহাড়ে কৃষি বিভাগের পাইলট প্রকল্প হিসাবে অনাবাদি জমিতে কাজু বাদামের চাষ শুরু করেছেন উদ্যোক্তারা। প্রত্যাশামত ফল আসায় লাভের আশা করছেন তারা।
কাজু বাদাম চাষি কৃষক সোলেমান জানান, ৫০ শতক জমিতে ২ শত গাছ লাগিয়ে কাজু বাদামের চাষ শুরু করি। ইতোমধ্যে প্রায় ১০ লাখ টাকা খরচ হয়েছে। আগামী বছর থেকে ফলন আরো বাড়বে এবং প্রতি গাছে প্রায় ১৫ থেকে ২০ কেজি করে বাদাম পাওয়া যাবে। এতে ৮ শত থেকে ১ হাজার টাকা কেজি দরে বাদাম বিক্রি করা যাবে।
ভারতেই রয়েছে কিছু অদ্ভুত গ্রাম, যাদের কাহিনী আপনাকে অবাক করবে
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. সুকল্প দাস জানান, কৃষি বিভাগের মাধ্যমে কাজু বাদামের উৎপাদন বাড়ানোর প্রকল্প নেয়া হয়েছে। আশাকরি কাজু বাদামের চাষ আরও সম্প্রসারণ করা গেলে আমদানি কমে যাবে। এতে করে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। এর চাষ সম্প্রসারণে কৃষি এরইমধ্যে ব্যাপকভাবে কাজ শুরু করে দিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।