বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারে এখন আলোচনায় উঠে এসেছে বিদ্যুতের পাশাপাশি পানির ব্যবহার। ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান সম্প্রতি এক বিস্ময়কর তথ্য দিয়েছেন—প্রতি চ্যাটজিপিটি প্রশ্নে খরচ হয় প্রায় ০.০০০০৮৫ গ্যালন পানি, যা এক চা চামচের মাত্র ১৫ ভাগের এক ভাগ।
সেই সঙ্গে খরচ হয় ০.৩৪ ওয়াট-আওয়ার বিদ্যুৎ, যা একটি ওভেন এক সেকেন্ড চালানো বা একটি এলইডি বাল্ব দুই মিনিট চালানোর সমতুল্য।
এই পানি ও বিদ্যুৎ মূলত সার্ভার চালনা ও ঠান্ডা রাখার জন্য ব্যবহার হয়। সার্ভার ফার্মগুলোতে শীতলীকরণ ব্যবস্থার জন্য পানির ব্যবহার এখন পরিবেশ নিয়ে নতুন দুশ্চিন্তার কারণ হয়ে উঠছে।
গবেষণা বলছে, ২০২৫ সালের মধ্যে এআই প্রযুক্তির বিদ্যুৎ ব্যবহার বিটকয়েন মাইনিংকেও ছাড়িয়ে যেতে পারে। ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী, GPT-4 দিয়ে লেখা মাত্র ১০০ শব্দের একটি ইমেইল তৈরিতেও খরচ হয় এক বোতল পানির সমান তরল।
যদিও অল্টম্যানের হিসাবের ধরন পুরোপুরি স্পষ্ট নয়, অনেকেই মনে করছেন তিনি এসব তথ্য দিয়েছেন প্রযুক্তির দক্ষতা বোঝাতে এবং সমালোচনার জবাব দিতে। তবুও প্রশ্ন থেকেই যায়—এই পানি ও বিদ্যুৎ খরচ কি ন্যায্য? টেকসই প্রযুক্তি ব্যবহারের জন্য ভবিষ্যতে কি কোনো কার্যকর সমাধান আসবে?
সময়ের সঙ্গে সেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।