বিনোদন ডেস্ক : ছেলে আরিয়ানের মাদককাণ্ডের সময় থেকে আড়ালে থাকছেন শাহরুখ খান। মাস কয়েক ধরে গণমাধ্যম থেকে দূরত্ব বজায় রেখে চলছেন। মুখই দেখাচ্ছেন না। কখনো গাড়ির কাচে কালো আবরণ দিয়ে, আবার কখনো পেছনের গেট থেকে পার্টিতে প্রবেশ করতে দেখা গেছে বলিউডের বাদশাকে।
কেবল নিজের জন্মদিনে যথারীতি মান্নাত থেকে ভক্তদের উদ্দেশে হাত নেড়েছিলেন। সম্প্রতি মুম্বাইয়ের পাপারাজ্জির লেন্সবন্দি হয়েছেন কিং খান, যা সোশ্যাল মিডিয়ায় আপলোডের পর হু হু করে ভাইরাল হয়।
ভারতের নামি ফটোগ্রাফার যোগেশ শাহ তার ইনস্টাগ্রামে শাহরুখের সেই ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা, ছাতা মাথায় করে মুখ লুকিয়ে অনেকটা পালিয়ে যাচ্ছেন শাহরুখ। তার পরনে সাদা শার্ট, ক্যাপ্রি প্যান্ট ও কালো চশমা। হাতের ছাতা দিয়ে মুখ লুকিয়ে সোজ গাড়িতে উঠতে দেখা গেছে বলিবাদশাকে। এ সময় পাপারাজ্জিরা তাকে ‘খান সাহেব’ সম্বোধনে ডাকতে থাকেন। কিন্তু কোনো জবাবই দেননি শাহরুখ। যতটা দ্রুত সম্ভব মিডিয়া এড়িয়ে নিজের গাড়িতে চড়ে বসেন শাহরুখ।
জানা গেছে, ডাবিং স্টুডিওর কাজ সেরে ফেরার পথে এভাবেই গণমাধ্যম এড়ালেন শাহরুখ খান।
এদিকে এতদিন পর কিং খানকে এক ঝলক দেখতে পেয়ে দারুণ খুশি ভক্তরা। ভিডিওতে একজন লিখেছেন, ‘শাহরুখকে সবসময় তরুণ দেখায়।’ অপর একজন লিখেছেন, ‘এতদিন পর সুপারস্টারের দেখা মিলল।’
দীর্ঘ বিরতির পর দুটো সিনেমা নিয়ে আসছেন শাহরুখ। প্রথমে তার ছবি ‘পাঠান’ মুক্তি পাবে, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। সিনেমায় আরও রয়েছেন অভিনেতা জন আব্রাহাম।
এ ছাড়া ‘ডানকি’ নামে একটি সিনেমায় দেখা যাবে শাহরুখকে। রাজকুমার হিরানি পরিচালিত ছবিটিতে অভিনেত্রী তাপসী পান্নুর বিপরীতে অভিনয় করবেন এ অভিনেতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।