বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ওপেনএআই নিজেদের জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটিতে তাঁদের ‘সোরা’ ভিডিও জেনারেশন টুল নিয়ে আসার পরিকল্পনা করছে। তবে ওপেনএআই’র প্রোডাক্ট লিড (প্রধান) রোহান সাহায় বলছেন, তাঁর প্রতিষ্ঠান সোরা এআই টুলটির ব্যবহার ও সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা করছে। আর সে লক্ষ্যেই সোরা-কে বহুল ব্যবহৃত চ্যাটজিপিটিতে সমন্বয় করতে চাইছে তাঁরা।
সাহায় আরও বলেছেন যে, সোরা মডেলটিকে চ্যাটজিপিটিতে যুক্ত করতে সক্রিয়ভাবে কাজ করছে ওপেনএআই। তবে কবে নাগাদ তাঁরা এটা করে উঠতে পারবে এ বিষয়ে কিছু জানাননি তিনি।
যদিও সোরা’র ওয়েব অ্যাপে যে ধরনের নিয়ন্ত্রণ ও ফিচার উপভোগ করেন ব্যবহারকারীরা তেমনটা বোধহয় চ্যাটজিপিটিতে করতে পারবেন না। সোরার ওয়েব অ্যাপটিতে ব্যবহারকারীরা বিভিন্ন ভিডিও ফুটেজ জোড়া লাগানোসহ ভিডিও এডিটিংয়ের বিভিন্ন কাজ করতে পারে।
Amazon Private Label FBA: শূন্য থেকে মিলিয়ন ডলার কামানোর রোডম্যাপ
চ্যাটজিপিটিতে সোরা এআই টুলটি নিয়ে আসার পেছনে ওপেনএআইর আরেকটি উদ্দেশ্য হচ্ছে চ্যাটবটটিকে আরও আকর্ষণীয় করে তোলা। বিশেষত চীনের এআই প্ল্যাটফর্ম ডিপসিক আসার পর এআই খাতে নিজেদের অবস্থান ধরে রাখতে এই উদ্যোগও নিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।