বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : চাকরির বাজারে সিভির ওজন বাড়াতে ওপেনএআইয়ের তৈরি চ্যাটবট চ্যাটজিপিটির সহায়তা নিতে পারেন। নির্দিষ্ট ছাঁচে তথ্য ফেলে ঠিকঠাক একটি সিভি দাঁড় করানোর জন্য চ্যাটজিপিটিই সেরা। একেবারে শুরু থেকে সিভি লেখা বেশ সময়সাপেক্ষ ব্যাপার। সিভি লিখলেও সেটাতে কোনো ব্যাকরণগত ভুল থাকতে পারে।
প্রাসঙ্গিক বা অর্থপূর্ণ হয়েছে কি না সেটা নিয়েও অনেকে দ্বিধায় ভোগেন। এ ক্ষেত্রে ব্যক্তিগত পরামর্শক হিসেবে সঠিক রাস্তা দেখিয়ে দিতে পারে এআই। যেভাবে এআইয়ের সহায়তা নেবেন—
নিজের সম্পর্কে তথ্য দিন
চ্যাটজিপিটি হচ্ছে দরজির মতো। কাপড় দিয়ে মাপ বলে দিলে যা চাচ্ছেন তা-ই বানিয়ে দেবে।
তাই ভালো মানের সামারি বা সারসংক্ষেপ লেখার জন্য যা যা তথ্য প্রয়োজন সবই চ্যাটজিপিটিকে দিন।
চ্যাটজিপিটির কাছে আপনার পেশা ও দক্ষতার জায়গাগুলো স্পষ্টভাবে তুলে ধরুন। সংক্ষেপে হলেও সেখানে সব তথ্যই থাকবে। এরপর প্রম্পট লেখার সময় সারসংক্ষেপে এবং সিভির তথ্য মিলিয়ে আরো ভালো মানের সারসংক্ষেপ তৈরি করে দিতে বলতে হবে।
কাজের দক্ষতা বোঝানোর জন্য গুরুত্বপূর্ণ তথ্য যোগ করার নির্দেশও দিতে হবে।
নিয়োগদাতাদের চাহিদা জানান
যে কম্পানিতে কাজ করতে চাচ্ছেন সেখানকার চাকরিদাতাদের চাহিদার কথা জানাতে হবে চ্যাটজিপিটিকে। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা দায়িত্বগুলো কপি-পেস্ট করে চ্যাটজিপিটিকে দিন। চ্যাটজিপিটি নিজের মতো করে ‘রেসপন্সিবিলিটিজ’ বিভাগ তৈরি করে দেবে।
বুলেট পয়েন্ট তৈরি করতে বলুন
সিভিতে বুলেট পয়েন্টও লিখে দেবে চ্যাটজিপিটি।
প্রম্পটে সাবেক কর্মস্থল ও পদবির তথ্য ব্যবহার করে তিনটি বা পাঁচটি বুলেট পয়েন্ট লেখার নির্দেশ দিতে হবে। পয়েন্টগুলো ছোট বা বড় করতে চাইলে তা চ্যাটজিপিটিকে জানাতে হবে।
ধারাবাহিকতা আনতে বলুন
একটি পয়েন্টের সঙ্গে আরেকটি পয়েন্টের সামঞ্জস্য থাকতে হবে। চ্যাটজিপিটি দিয়ে খুব সহজেই সিভিতে গোছানো ভাব আনা যায়।
সিভি আপডেটও করা যাবে
আগে লেখা সিভি আপডেট করতে পুরোটা কপি করুন। এরপর চ্যাটজিপিটিকে দিয়ে আপডেট করার নির্দেশ দিন। এসব তথ্যের ওপর ভিত্তি করে যোগ করে দিতে বলুন কাজের অভিজ্ঞতা। সিভিতে বানান ও ব্যাকরণগত ভুল থাকলে চ্যাটজিপিটিই তা ঠিক করে দেবে।
মাত্র ২৪ বছর বয়সে না-ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী লক্ষ্মীকা
সম্পাদনা করুন নিজের মতো করে
চ্যাটজিপিটি সিভি লিখে দিলেও তা এডিট বা সম্পাদনা করতে হবে নিজের মতো করেই। সিভি তৈরি করার পর গুগল ডক, মাইক্রোসফট ওয়ার্ড বা ক্যানভা থেকে একটি রিজিউম টেম্পলেট বাছাই করুন। এরপর ধাপে ধাপে তথ্য সাজিয়ে সিভি তৈরির প্রক্রিয়া সম্পন্ন করুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।