সোয়াদ সাদমান : জাহিদুল ইসলাম রাতুলকে সভাপতি ও সোহেল রানা জনিকে সাধারণ সম্পাদক করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
১৪ মার্চ (শুক্রবার) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতির দায়িত্ব পাওয়া জাহিদুল ইসলাম রাতুল বিশ্ববিদ্যালয়টির ২০১১-১২ সেশনের ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক সোহেল রানা জনি ২০১৭-১৮ সেশনের মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী।
এ বিষয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রদলের সদ্য সভাপতির দায়িত্ব পাওয়া জাহিদুল ইসলাম রাতুল জানান, আমি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় কেন্দ্রীয় সংসদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এটি আমার জন্য কেবল পদবি নয়, বরং বিশ্ববিদ্যালয়ে ছাত্রসমাজের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করার দায়িত্ব।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সৃজনশীল ধারার রাজনীতি বাস্তবায়ন করার লক্ষে সর্বাত্মক কাজ করে যাবে ইনশাল্লাহ। ছাত্রদলের আদর্শ ও চেতনায় উজ্জীবিত থেকে ক্যাম্পাসে ছাত্রদের ন্যায্য অধিকার, গণতন্ত্র ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমরা সর্বদা সোচ্চার থাকবো। বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজের যে কোনো সমস্যা ও দাবির বিষয়ে আমরা সবসময় সচেষ্ট থাকবো এবং ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।