মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে এক ছাত্রলীগ কর্মী পুলিশের হাতে আটক হয়েছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় স্মৃতিসৌধের ভেতর থেকে আশুলিয়া থানা পুলিশ তাকে আটক করে।
আটককৃতের নাম শেখ শিমন (২১)। তিনি আশুলিয়ার পাবনারটেক ক্লাব এলাকার আব্দুল আলিম শেখের ছেলে ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে বিজয় দিবস উদযাপন উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমরের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে আসলে তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শেখ শিমন জানায়, সাভার পৌর ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি মাসুম দেওয়ানের নির্দেশে তারা জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে আসে।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান গণমাধ্যমকে বলেন, বিকেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে। তাদের মধ্য থেকে শিমন নামে এক যুবককে আটক করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



