স্ত্রী ও শিশুসন্তানের মৃত্যুর ঘটনায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তি নিয়ে দেশজুড়ে আলোচনার প্রেক্ষাপটে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রবিবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাদ্দামের স্ত্রী ও সন্তানের মৃত্যুতে তাকে প্যারোলে মুক্তির বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে যশোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অথবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বরাবর কোনো লিখিত আবেদন করা হয়নি। পরিবারের পক্ষ থেকে কেবল মৌখিকভাবে অভিপ্রায় জানানো হলে মানবিক দিক বিবেচনায় যশোর কেন্দ্রীয় কারাগারের জেলগেটে স্ত্রী ও সন্তানের মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয়।
মানবিক সহানুভূতির জায়গা থেকে যশোর জেলা প্রশাসন ও যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ সর্বোচ্চ সহযোগিতা করেছে বলে জানায় মন্ত্রণালয়।
এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যশোর জেলা প্রশাসক বা কারা কর্তৃপক্ষ বরাবর প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে—এমন সংবাদ সঠিক নয় বলেও স্পষ্ট করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে সাদ্দামের প্যারোলে মুক্তি না দেয়ার বিষয়টি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। সামাজিক মাধ্যমে বাগেরহাট জেলা প্রশাসক বরাবর একটি আবেদনপত্রও ভাইরাল হয়, যা ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের মামা মো. হেমায়েত উদ্দিনের করা বলে দাবি করা হয়। ওই আবেদনে কারাবন্দী সাদ্দামের স্ত্রী ও শিশু সন্তানের মৃত্যুর বিষয়টি উল্লেখ করে যশোর কেন্দ্রীয় কারাগারে আবেদন পাঠানোর অনুরোধ জানানো হয়।
এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে সাদ্দামের স্ত্রী ও সন্তানের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। সাদ্দাম বর্তমানে একাধিক মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
প্যারোলে মুক্তির আবেদন নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে শেষ পর্যন্ত মুক্তি মেলেনি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ফলে শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় স্ত্রী ও সন্তানের মরদেহ বাগেরহাট থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হলে জেলগেটেই শেষবারের মতো তাদের মুখ দেখার সুযোগ পান সাদ্দাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


