ফারুক তাহের, চট্টগ্রাম : চট্টগ্রাম কাস্টমস হাউস ২০২৩-২৪ অর্থবছরে ৬৮ হাজার ৮৬৬ কোটি ৫৪ লাখ টাকা রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছে। দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম দিয়ে আমদানি, রফতানি পণ্যের ওপর নির্ধারিত শুল্ক থেকে উল্লেখ্য পরিমাণ রাজস্ব আহরণ করে কাস্টমস।
দেশের সবচেয়ে বড় রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউস। দেশের সিংহভাগ আমদানি-রফতানি বাণিজ্য চট্টগ্রাম বন্দর দিয়ে হয়ে থাকে বিধায় এখানে রাজস্ব আদায়ের হারও সবচেয়ে বেশি। এ কারণে চট্টগ্রাম বন্দরকে বলা হয় দেশের অর্থনীতির ‘লাইফ লাইন’।
জানা গেছে, ২০২০–২১ অর্থবছরে চট্টগ্রাম কাস্টম হাউস ৫১ হাজার কোটি টাকা, ২০২১–২২ অর্থবছরের ৫৯ হাজার ১৫৯ কোটি টাকা এবং ২০২২–২৩ অর্থবছরে ৬১ হাজার ৬৩৩ কোটি টাকা রাজস্ব আহরণ করেছিল।
এবার কাস্টমসের ইতিহাসে সবচেয়ে বেশি রাজস্ব আহরণ হলেও তাদের লক্ষ্যমাত্রার চেয়ে কম হয়েছে বলে জানা গেছে। বিগত অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিল ৭৭ হাজার ৬১৬ টাকা। যদিও এবারে আদায়কৃত রাজস্ব ২০২২-২৩ অর্থবছরের আদায়কৃত রাজস্বের প্রবৃদ্ধির ক্ষেত্রে ১০ শতাংশের বেশি।
দেশের আভ্যন্তরীণ ডলার সংকট, এলসি কমে যাওয়া, বিলাসী পণ্য আমদানি নিরুৎসাহিত করাসহ নানা কারণে দেশের অর্থ-বাণিজ্যে বৈরীভাব চলছে। চট্টগ্রাম বন্দরেও জাহাজ আসার হার গত বছরের চেয়ে ৬ দশমিক ৬৩ শতাংশ কমেছে। সদ্য বিদায়ী অর্থবছরে বন্দরে জাহাজ হ্যান্ডলিং হয়েছে ৩ হাজার ৯৭১টি, এর আগের অর্থবছরে ছিল ৪ হাজার ২৫৩টি। তবে কনটেইনার হ্যান্ডলিংয়ে ৫ দশমিক ৩৬ ও কার্গো হ্যান্ডলিংয়ে ৪ দশমিক ১৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে বন্দর।
২০২৩-২৪ অর্থবছরে চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ৩১ লাখ ৬৮ হাজার ৬৯০ টিইইউস (২০ ফুট দৈর্ঘ্য হিসেবে)। এর আগের অর্থবছরে যা ছিল ৩০ লাখ ৭ হাজার ৩৭৫ টিইইউস। এবার প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৩৬ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরে কার্গো হ্যান্ডলিং হয়েছে ১২ কোটি ৩২ লাখ ৪২ হাজার ৭২৪ মেট্রিক টন। এর আগের অর্থবছরে যা ছিল ১১ কোটি ৮২ লাখ ৯৭ হাজার ৬৪৩ টন। এবার প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১৮ শতাংশ।
চট্টগ্রাম কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার মো. মুশফিকুর রহমান জানান, সদ্য বিদায়ী অর্থবছরে ৬৮ হাজার ৮৬৬ কোটি টাকার বেশি রাজস্ব আহরণ করেছে চট্টগ্রাম কাস্টম। যা গত অর্থবছরের চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি। যদিও রাজস্ব আদায়ের ক্ষেত্রে নানা সংকট-সীমাবদ্ধতার কারণে লক্ষ্যমাত্রার চেয়ে খানিকটা পিছিয়ে রয়েছে চট্টগ্রাম কাস্টমস। তবে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কাস্টমস কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।